Monday, March 5

কানাইঘাট বাজারে অবৈধ দোকানপাট উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট বাজারের প্রধান রাস্তার উপর গড়ে উঠা অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকানপাট উচ্ছেদ অভিযান করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকাল ১০টার দিকে থানা পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং বাজারের মেইন সড়ক দখল করে রাখা দোকানপাট গুলো উচ্ছেদ এবং সড়কের উপর অবৈধ ভাবে রাখা মালামাল উচ্ছেদ করেন। এ সময় তিনি বিভিন্ন অপরাধে ব্যবসায়ীসহ ১১জনকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জনপ্রতি প্রত্যেককে মামলা দায়েরের মাধ্যমে ২শত টাকা করে জরিমানা আদায় করেন। এছাড়া তিনি বাজারের উত্তর বাজার বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড ও দক্ষিন বাজারের সিএনজি স্ট্যান্ড পরিদর্শন করে জনদূভোর্গ সৃষ্টি না হয় এ জন্য যানবাহন রাস্তার উপর না রেখে নির্দিষ্ট জায়গায় রাখার আহবান জানান। কেউ রাস্তার উপর গাড়ী ও দোকানপাট বসালে পরবর্তী তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শাস্তি দেওয়া হবে বলে ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজং জানিয়েছেন। প্রশাসনের এ অভিযান কে সাধুবাদ জানিয়েছেন পৌর শহরের ব্যবসায়ী ও সচেতন মহল ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়