Tuesday, August 8

কানাইঘাট সদরে হলি হেলথ্ হাসপাতালের উদ্বোধন বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক:
সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবার ব্রত নিয়ে কানাইঘাট উপজেলা সদরে বেসরকারী প্রাইভেট ক্লিনিক হলি হেলথ্ হাসপাতালের যাত্রা শুরু হচ্ছে। আগামী বৃহস্পতিবার বিকেল ২টায় উক্ত হাসপাতালের শুভ উদ্বোধন করা হবে।  বেসরকারী এ হাসপাতালের যাত্রা শুরু হওয়ায় অনেক ক্ষেত্রে চিকিৎসা সেবা পাবেন বলে সচেতন মহল মনে করেন। কানাইঘাট বাসীর সর্বাধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে হলি হেলথ্ প্রাইভেট হাসপাতালের যাত্রা শুরু হওয়ায় এখান থেকে এখন সব ধরনের উন্নত চিকিৎসা সেবা পাবেন রোগীরা। অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত সর্বাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে এ হাসপাতাল চালু করায় মুমুর্ষ রোগীদের অনেক ক্ষেত্রে এখন আর সিলেটে যেতে হবে না বলে হাসপাতালের পরিচালকরা জানিয়েছেন। বিভিন্ন বিভাগে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ২৪ ঘন্টা এ হাসপাতাল থেকে রোগীরা অত্যন্ত কম মূল্যে সব ধরনের উন্নত চিকিৎসা নিতে পারবেন বলে হাসপাতালের পরিচালক ডাঃ নাসিমুজ্জামান স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। এ উপলক্ষ্যে হাসপাতাল প্রাঙ্গনে বৃহস্পতিবার সূধী সমাবেশ ও মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। হাসপাতালের পরিচালকরা জানিয়েছেন প্রসূতি মায়েদের নরমাল ডেলিভারী, সিজারীয়ান অপারেশন ও ডিএনসি অ্যাপেন্ডিসাইটিস, পিত্তথলির পাথর, খতনা, হার্নিয়া, হাইড্রোসিল, লাইপোমা, সিষ্ট, মহিলাদের ব্রেষ্ট টিউমার, মলদ্বারে পুজ পড়া, রক্ত পড়া পাইলস, পাকস্থলীর ঘা, ডায়াবেটিস জনিত জটিলতা সহ সকল প্রকার রোগী দেখা হয় এবং প্রয়োজনীয় অপারেশন করা হয়। এছাড়াও নেবুলাইজেশন, অক্সিজেনের সুবিধা, ব্লাড ট্রান্সফিউশন, ফিজিওথেরাপী, ডেন্টার কেয়ার, ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিস এবং ডিজিটাল এক্স-রে, ডিজিটাল ৩ডি, কালার আল্ট্রাসনোগ্রাফী, ইসিজি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, সেরোলজি, বায়োকেমিষ্ট্রি সহ ইত্যাদি চিকিৎসা সেবা সাশ্রয় মূল্যে এ হাসপাতালে দেওয়া হবে বলে পরিচালক ডাঃ নাসিমুজ্জামান জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়