Tuesday, August 8

কানাইঘাটে ছাত্রলীগের হামলায় ৪ ছাত্রদল কর্মী আহত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট গাছবাড়ী আইডিয়্যাল কলেজে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ক্লাস চলাকালীন সময়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় ছাত্রদলের কলেজ শাখার ৪ কর্মী আহত হয়েছেন। এ সময় কলেজের ৩টি ক্লাসরুম ও ল্যাব কক্ষের জানালার গ্লাস ভাংচুর করা হয়। সংঘর্ষের খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে- কয়েকদিন ধরে কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস চলাকালীন সময়ে ছাত্রলীগের ১৫/২০ জন নেতাকর্মী ক্রিকেট স্ট্যাম্প ও জি.আই পাইপ নিয়ে শ্রেণি কক্ষে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করে। এসময় দ্বাদশ শ্রেণির ছাত্রদল কর্মী রায়হান, সায়েম, একাদশ শ্রেণির জামিল, আবিদ আহত হয়। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনা নিয়ে পরস্পর বিরোধী খবর পাওয়া গেছে। ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ কানাইঘাট থানা পুলিশের উপস্থিতিতে কলেজ শাখার নেতাকর্মীদের উপর শ্রেণি কক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। তবে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার বিষয়টি এড়িয়ে বলেন- কলেজে অযথা ছাত্রদলের নেতাকর্মীরা বাড়াবাড়ি করলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের কলেজ থেকে হটিয়ে দেয়। ছাত্রদলের ৪ নেতাকর্মী আহতের পর গাছবাড়ী বাজারে উত্তেজনার সৃষ্টি হলে থানার এস.আই মনসুর মির্জা ও এস.আই পান্না লাল কলেজ ও গাছবাড়ী বাজারে গিয়ে একদল পুলিশ নিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া জানিয়েছেন- পুলিশের উপস্থিতিতে কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের উপর কোন হামলার ঘটনা ঘটেনি। ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে উত্তেজনার খবর পেয়ে সেখানে তাৎক্ষণিক পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়