Sunday, July 23

'সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন চায় সরকার'

'সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন চায় সরকার'

কানাইঘাট নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ মূলক একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় সরকার।

আজ রোববার রাজধানীর মানিকমিয়া এভিনিউতে যানবাহনের তাৎক্ষণিক রেজিস্ট্রেশন প্রদান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, বিএনপিকে বাদ দিয়ে ফাঁকা মাঠে গোল দেয়ার কোনো চিন্তা আমাদের নেই।

নির্বাচনের ‘অনুকূল’ পরিবেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগও চায়, সবাই নির্বাচনে আসুক। কিন্তু যারা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছেন, তাদের মুখের বিষে নির্বাচনের মাঠ নষ্ট হয়ে যাচ্ছে। রাজনীতিতে আক্রমণ থাকবে, তবে ব্যক্তিগত আক্রমণ শোভনীয় নয়।’

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি করতে হলে সাহস থাকা উচিত। সাহসের জন্য জেল, মামলা মোকাবেলা করতে হবে। এটিই তো রাজনীতি। কিন্তু তারেক রহমানের সেই সাহস নেই বলে উল্লেখ করেন তিনি। 
সূত্র: বিডি লাইভ্।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়