Sunday, July 23

কানাইঘাটে ইয়াবাসহ যুবক আটক


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাটের আটগ্রাম কাড়াবাল্লা সীমান্ত এলাকা থেকে ১শ’৮৭পিস ইয়াবা,ভারতীয় সিম ও মোটর সাইকেলসহ এক যুবককে আটক করেছে আটগ্রাম বিজিবি (বর্ডাগার্ড) । আজ রবিবার সকাল আনূমানিক সাড়ে ১০টার দিকে ১৩৪১ মেইন পিলার’র ৫০গজ দূর থেকে থাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি হচ্ছে,উপজেলার ১নং লক্ষীপ্রসাদ ইউনিয়নের ১নং-ওয়ার্ডের বড়চাতল গ্রামের আব্দুল গফুরের ছেলে রুহুল আমিন ওরফে আছিম উদ্দিন(৩২)। জানা গেছে, রবিবার সকালে বিজিবি (বর্ডারগার্ড)’র হাবিলদার দুর্গপদ শিকদার ওই ব্যাক্তিকে সন্দেহ হলে তার শরীরে তল্লাশী চালান । এসময় তার নিকট ১শ’৮৭পিস ইয়াবা ,একটি ভারতীয় সিম ও একটি টিভিএস মোটর সাইকেলসহ তাকে হাতেনাতে আটক করেন ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়