Friday, July 7

প্রশাসনিক অফিসার পদে চাকরি পেলেন রবিউলের স্ত্রী

প্রশাসনিক অফিসার পদে চাকরি পেলেন রবিউলের স্ত্রী
কানাইঘাট নিউজ ডেস্ক: তীব্র সমালোচনার মুখে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত সহকারী পুলিশ কমিশনার রবিউল করিমের স্ত্রী উম্মে সালমাকে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের শিক্ষা শাখায় প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে গত বৃহস্পতিবার তাকে তৃতীয় শ্রেণির উচ্চমান সহকারীর পদের নিয়োগ প্রদান করা হয় তাকে। এ নিয়ে সমালোচনা শুরু হলে শুক্রবার ওই নিয়োগ প্রত্যাহার করে নতুন করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় প্রশাসনিক অফিসার পদে এডহক ভিত্তিতে তাকে নিয়োগ প্রদান করা হয়।

নিহত রবিউলের ভাই শামসুজ্জামান শামস বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার পুলিশ কর্মকর্তা এসি রবিউলের স্ত্রী উম্মে সালমাকে তৃতীয় শ্রেণির উচ্চমান সহকারীর পদে মাস্টাররোলে ৯০ দিনের জন্য দৈনিক ৫২৫ টাকা করে নিয়োগ দিয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি পাঠায়।

এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের সর্ব মহলে। পরে প্রশাসন তাদের অবস্থান থেকে সরে এসে নতুন করে আবার এ নিয়োগ প্রদান করে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়