Saturday, June 24

মিডিয়ার গাড়ি না এলেও আমাকে আসতেই হবে: কাদের

মিডিয়ার গাড়ি না এলেও আমাকে আসতেই হবে: কাদের
কানাইঘাট নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রা অন্যান্য বারের চেয়ে স্বস্তিদায়ক। আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, এবারের ঈদযাত্রা অন্যান্য বারের চেয়ে স্বস্তিদায়ক। পথে ভোগান্তি কম হওয়ায় মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছে। এসময় সেতুমন্ত্রী রংপুরে ট্রাক উল্টে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেন। পাশাপাশি বাস মালিকদের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী না নেওয়ার আহ্বান জানান। যাত্রীদেরও জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনে না ওঠার পরামর্শ দেন তিনি।

সাংবাদিকরা সেতুমন্ত্রীকে প্রশ্ন করেন পরিদর্শন ও সঙ্গে থাকা গণমাধ্যমের গাড়ির চাপে জনদুর্ভোগ আরও বাড়ে কি না?

এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমাকে তো খোঁজ-খবর নিতে হবে। আর ঈদযাত্রায় মানুষের খোঁজ-খবর নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমাকে আসতেই হবে, মিডিয়ার গাড়ি না এলেও আমাকে আসতেই হবে।

প্রায় সব রুটেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহনগুলো। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি এখনো আমার দৃষ্টিতে আসেনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়