নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:নুর উদ্দিন কানাইঘাট উপজেলার শ্রেষ্ট মাধ্যমিক প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৭ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত নির্বাচক মন্ডলী কানাইঘাট উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক হিসেবে মো: নুর উদ্দিনকে মনোনীত করেছেন বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। মোঃ নুর উদ্দিনের সুযোগ্য নেতৃত্বের কারণে ২০১৬ সালে সেকায়েপ প্রকল্পের অধীনে কানাইঘাট উপজেলার মধ্যে বড়দেশ উচ্চ বিদ্যালয় শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টান হিসাবে নির্বাচিত হয়। ২০০৯ সালে মোঃ নুর উদ্দিন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসাবে যোগদানের পর থেকে এলাকার সমাজ হৈতষী ব্যক্তি বর্গের সহযোগীতায় স্কুলের সার্বিক উন্নয়ন সাধনের পাশাপাশি মানসম্পন্ন পাঠদানের কারণে শিক্ষার্থীরা জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ এবং বড়দেশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার অমূুল পরিবর্তন সাধিত হয়েছে। এদিকে মোঃ নুর উদ্দিন মাধ্যমিক পর্যায়ে উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বড়দেশ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ৭নং বানিগ্রাম ইউপি’র চেয়ারম্যান মাসুদ আহমদ সহ ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ এবং স্কুলের অভিবাবক বৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়