Friday, February 3

হোয়াটসঅ্যাপে যুক্ত হল নতুন কয়েকটি ফিচার

হোয়াটসঅ্যাপে যুক্ত হল নতুন কয়েকটি ফিচার

কানাইঘাট নিউজ ডেস্ক: স্মার্টফোনের জন্য জনপ্রিয় একটি ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ। বিভিন্ন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে এই ম্যাসেঞ্জার ব্যবহার করা যায়।

শুধু চ্যাটই নয়, এ ম্যাসেঞ্জারের মাধ্যমে ছবি আদান-প্রদান, ভিডিও ও অডিও মিডিয়া বার্তাও আদান-প্রদান করা যায়। ম্যাসেঞ্জারটি অ্যাপলের আইওএস, ব্ল্যাকবেরি, অ্যান্ড্রয়েড, সিমবিয়ান ও উইন্ডোজ ফোনে ব্যবহার করা যায়। ব্যবহারকারীর ফোনে থাকা ফোন নম্বর তালিকা থেকে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে নম্বর সিংকক্রোনাইজ করে নেয়।

শুরুতে শুধু টেক্সট আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার হলেও বর্তমানে এতে অনেক নতুন ফিচার যোগ করা হয়েছে। নিম্নে ফিচারগুলোর বিস্তারিত তথ্য দেয়া হল.....

১. ইন্টারনেট সংযোগ ছাড়া মেসেজ আদান প্রদান:
হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখন ইন্টারনেট সংযোগ ছাড়াও মেসেজ পাঠানো যায়। বর্তমানে আইওএস ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছেন। তবে অল্প কিছুদিনের মধ্যেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও সুবিধাটি চালু করা হবে।

২. মিডিয়া ফাইল শেয়ার:
এখন থেকে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সাহায্যে যে কারও কাছে সর্বোচ্চ ৩০টি মিডিয়া ফাইল পাঠাতে পারবেন। আগে সর্বোচ্চ ১০টি মিডিয়া ফাইল পাঠানো যেত। বর্তমানে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য এটা চালু আছে। তবে শিগগিরই সবার জন্য ফিচারটি চালু হবে।

৩. জিআইএফ সাপোর্ট:
বন্ধুদের সঙ্গে ছবি শেয়ার করা বেশ মজার একটা ব্যাপার। তবে এনিমেটেড জিআইএফ শেয়ার করা গেলে সে মজা আরও বেড়ে যায়। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তাই হোয়াটসঅ্যাপ চালু করেছে জিআইএফ সাপোর্ট।

৪. কল ব্যাক:
কল ফিচার যোগ করার পর হোয়াটসঅ্যাপ কল ব্যাক অপশনও যোগ করেছে। অ্যাপটির সর্বশেষ ভার্সনে ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।

অন্যদের সঙ্গে এটা শেয়ার করতে আপনার স্মার্টফোনে থাকা জিআইএফ নির্বাচন করে সেন্ড অপশন চাপলেই সেটা পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়