কানাইঘাট নিউজ ডেস্ক:
শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে আগামীকাল
মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। আর এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাপ
ডু প্লেসিস দেশের হয়ে শততম ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন।
এই ওয়ানডেতে মাঠে নামলে দক্ষিণ আফ্রিকার হয়ে ১০০টি ওয়ানডে ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন ডু প্লেসিস। এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে ডু প্লেসিস বলেন, ‘এটা আমার জন্য দারুণ কিছু। আমি আসলে ভালো খেলছি। সে কারণেই এতোদূর আসতে পেরেছি। তবে এরপর আমি ছুটিতে যাব। কিছুদিন বিশ্রাম নিব। এরপর নতুনভাবে শুরু করব। এটা অস্বীকার করার উপায় নেই যে শততম ম্যাচ খেলাটা আমার জন্য সম্মানের এবং গর্বের। এই ম্যাচকে সামনে রেখে আমি বেশ উজ্জীবিত।’
ডু প্লেসিস ৯৯ টি ওয়ানডে ম্যাচ খেলে ৯৫ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। তাতে রান করেছেন ৩ হাজার ৫১৪টি। সেঞ্চুরি করেছেন ৭টি এবং হাফ সেঞ্চুরি করেছেন ২৪টি। তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ১৩৩। এভারেজ ৪১.৮৩। স্ট্রাইক রেট ৮৬.৫৯।
এই ওয়ানডেতে মাঠে নামলে দক্ষিণ আফ্রিকার হয়ে ১০০টি ওয়ানডে ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন ডু প্লেসিস। এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে ডু প্লেসিস বলেন, ‘এটা আমার জন্য দারুণ কিছু। আমি আসলে ভালো খেলছি। সে কারণেই এতোদূর আসতে পেরেছি। তবে এরপর আমি ছুটিতে যাব। কিছুদিন বিশ্রাম নিব। এরপর নতুনভাবে শুরু করব। এটা অস্বীকার করার উপায় নেই যে শততম ম্যাচ খেলাটা আমার জন্য সম্মানের এবং গর্বের। এই ম্যাচকে সামনে রেখে আমি বেশ উজ্জীবিত।’
ডু প্লেসিস ৯৯ টি ওয়ানডে ম্যাচ খেলে ৯৫ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। তাতে রান করেছেন ৩ হাজার ৫১৪টি। সেঞ্চুরি করেছেন ৭টি এবং হাফ সেঞ্চুরি করেছেন ২৪টি। তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ১৩৩। এভারেজ ৪১.৮৩। স্ট্রাইক রেট ৮৬.৫৯।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়