
কানাইঘাট নিউজ ডেস্ক:
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন গিটারের জাদুকর 'গাথ্রি গোভান'। আগামী ২৬
ফেব্রুয়ারি, কৃষিবিদ ইনস্টিটিউট, খামারবাড়ীতে অনুষ্ঠিত হবে 'গাথ্রি ইন
ঢাকা'। দ্য রক প্রজেক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় লিমিটলেস
এন্টারটেইনমেন্ট লিমিটেডের প্রযোজনায় কনসার্টটি আয়োজনের উদ্যোগ নেওয়া
হয়েছে।
কনসার্টে অংশ নেওয়ার জন্য ওয়েবসাইটঃ https://enterlimitless.com/ এবং ফেসবুক পেজ : The Rock Project Dhaka-এর মাধ্যমে অনলাইন এবং ক্যাশপয়েন্টের মাধ্যমে টিকেট কেনা যাবে। অনলাইনে রেজিস্ট্রেশন করার পর বিকাশ, মাস্টার কার্ড, ভিসা কার্ড, আইএফআইসি মোবাইল ব্যাংকিং, এম ক্যাশ, ইন্টারনেট ব্যাংকিং এমটিবি এবং ব্যাংক এশিয়ার মাধ্যমে পেমেন্ট করা সম্ভব।
উল্লেখ্য, এই কনসার্ট ছাড়াও গাথ্রি গোভানের কাছে থেকে সরাসরি গিটার শেখার বিশেষ সুযোগও রয়েছে। কনসার্টের পরের দিন অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ গিটার সেশন 'এক্সক্লুসিভ গিটার ক্লিনিক বাই গাথ্রি গোভান' গুলশান শুটিং ক্লাবে আয়োজন করা হয়েছে। এই সেশনে আগ্রহীরা অংশগ্রহণ করতে পারবেন।
মাত্র তিন বছর বয়সেই গিটারে হাতেখড়ি নেন গাথ্রি গোভান। সেই থেকে পথচলা। এরইমধ্যে ওয়ার্ল্ড ট্যুরে অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার এবং গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনয়নপ্রাপ্ত সুরকার স্টিভেন উইলসনের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেছেন। বেশ কয়েকটি সম্মাননা নিজের ঝুলিতে নিয়েছেন গাথ্রি।
কনসার্টে অংশ নেওয়ার জন্য ওয়েবসাইটঃ https://enterlimitless.com/ এবং ফেসবুক পেজ : The Rock Project Dhaka-এর মাধ্যমে অনলাইন এবং ক্যাশপয়েন্টের মাধ্যমে টিকেট কেনা যাবে। অনলাইনে রেজিস্ট্রেশন করার পর বিকাশ, মাস্টার কার্ড, ভিসা কার্ড, আইএফআইসি মোবাইল ব্যাংকিং, এম ক্যাশ, ইন্টারনেট ব্যাংকিং এমটিবি এবং ব্যাংক এশিয়ার মাধ্যমে পেমেন্ট করা সম্ভব।
উল্লেখ্য, এই কনসার্ট ছাড়াও গাথ্রি গোভানের কাছে থেকে সরাসরি গিটার শেখার বিশেষ সুযোগও রয়েছে। কনসার্টের পরের দিন অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ গিটার সেশন 'এক্সক্লুসিভ গিটার ক্লিনিক বাই গাথ্রি গোভান' গুলশান শুটিং ক্লাবে আয়োজন করা হয়েছে। এই সেশনে আগ্রহীরা অংশগ্রহণ করতে পারবেন।
মাত্র তিন বছর বয়সেই গিটারে হাতেখড়ি নেন গাথ্রি গোভান। সেই থেকে পথচলা। এরইমধ্যে ওয়ার্ল্ড ট্যুরে অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার এবং গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনয়নপ্রাপ্ত সুরকার স্টিভেন উইলসনের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেছেন। বেশ কয়েকটি সম্মাননা নিজের ঝুলিতে নিয়েছেন গাথ্রি।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়