Wednesday, February 15

কানাইঘাট থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশ গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার রাজাগঞ্জ ইউপির ময়না গ্রামের মৃত কেরামত আলীর পুত্র ফয়েজ উদ্দিন (৪৫) কে আধা কেজি গাঁজা সহ তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, থানার এস.আই রবিউল ইসলাম নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফয়েজ উদ্দিনকে আধা কেজি গাঁজা সহ তার বসত ঘর থেকে গ্রেফতার করেন। অপরদিকে থানার এস.আই জিয়াউর রহমান পৃথক অভিযান চালিয়ে বুধবার রাতে গোলাপগঞ্জে ট্রাক ড্রাইভারকে মারধরের ঘটনার প্রধান আসামী ৭নং বাণীগ্রাম ইউপির বড়দেশ নয়াগ্রামের ওলিউর রহমান বতাইর পুত্র আজির উদ্দিনকে এবং এস.আই জাহাঙ্গীর গাছবাড়ী মোড় থেকে সাদ্দাম হোসেন নামের এক ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়