Wednesday, February 15

পদত্যাগ করলেন তোশিবা চেয়ারম্যান

পদত্যাগ করলেন তোশিবা চেয়ারম্যান
কানাইঘাট নিউজ ডেস্ক: পদত্যাগ করেছেন তোশিবার চেয়ারম্যান শিজেনোরি শিগা। ব্যাপক লোকসানের কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। কোম্পানিটি যুক্তরাষ্ট্রে তাদের পারমানবিক ব্যবসায় মাল্টি বিলিয়ন ডলার ক্ষতির আভাস দেয়ার পর তিনি পদত্যাগ করলেন। খবর বিবিসি।

গত মঙ্গলবার তোশিবা কর্তৃপক্ষ জানায়, নির্দিষ্ট সময়সীমায় নিজস্ব আয়ের প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ার পর পরই শিজেনোরি পদত্যাগের ঘোষণা দেন। লোকসানের জন্য ব্যবস্থাপনা সংক্রান্ত সব দায় নিয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

উল্লেখ্য, কোম্পানিটি চলতি অর্থবছরে ৩৯০ বিলিয়ন ইয়েন (৩.৪ বিলিয়ন ডলার) ক্ষতির আভাস দেয়।

তোশিবার ভবিষ্যত নিয়ে খুবই উদ্বিগ্ন অবস্থানে রয়েছেন এর কর্তাব্যক্তিরা। কোম্পানিটি জানায়, গত ডিসেম্বর থেকেই এর শেয়ারের দরপতন শুরু হয় এবং বর্তমানে তা অর্ধেকে নেমে এসেছে। গত ডিসেম্বরে থেকে কোম্পানিটি পুঁজিবাজারে ৫০ শতাংশ দর হারিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়