Tuesday, February 7

৩৬তম বিসিএস'র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৯৯০

৩৬তম বিসিএস'র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৯৯০

কানাইঘাট নিউজ ডেস্ক: ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৯৯০ জন। আজ মঙ্গলবার বিকেলে সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক বৈঠকে সিদ্ধান্তের পর ফলাফল প্রকাশ করা হয়।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা হাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন। কমিশনের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল পাওয়া যাবে বলেও জানান তিনি।

টেলিটক মোবাইলের মাধ্যমে ফল পেতে PSC36 Registration Number লিখে ১৬২২২-তে পাঠাতে হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ১২ মার্চ থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে বলে জানান পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ. ই. ম. নেছার উদ্দিন।

বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৮০ জনকে নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

গত বছরের ৮ জানুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী অংশ নেন। বছরের ১০ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি, এতে উত্তীর্ণ হন ১৩ হাজার ৮৩০ জন।

গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শেষ হয় ৬ সেপ্টেম্বর, আর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হয় ৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত।
সূত্র: বিডিলাইভ ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়