নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট মধ্যে বাজারে অবস্থিত কোটি টাকা মুল্যের সাবেক শাহজালাল রেষ্টুরেন্টের মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলা চলাকালীন অবস্থায় নিম্ন আদালতের রায়ে রেষ্টুরেন্টির মালিকানা ফিরে পেয়েছেন পৌরসভার রায়গড় গ্রামের মোঃ সুহেল আমিন। আদালতের রায়ের প্রেক্ষিতে কানাইঘাট থানার অফিসার ইন্চার্জ মোঃ হুমায়ুন কবির গত সোমবার বিকাল ৩টার দিকে বর্তমানে শাহজালাল স্টোর নামে কোটি টাকা মুল্যের দোকান ঘরটি তালাবদ্ধ করে সিলগালা করে দেন। এসময় দোকানের ভাড়াটিয়া হাজী আমিন আহমদ এর পুত্রকে সাদাকাগজে স্বাক্ষর নিয়ে মালামাল অবস্থায় দোকান ঘরটি সিলগালা করে চাবি নিয়ে যায় পুলিশ। থানার অসি হুমায়ুন কবির জানান, দোকান ঘরটির মালিকানা নিয়ে নন্দিরাই গ্রামের আনোয়ার হোসেন ও রায়গড় গ্রামের সুহেল আমিনের মধ্যে জেলা ও দায়রা জজ আদালতে মামলা চলছিল। সুহেল আমিন বাদী হয়ে দোকান ঘরটি তার মালিকানা দাবী করে (ফৌজধারী মোশন নং- ২৭৭/২০১৬ইং) মামলা করলে জেলা ও দায়রা জজ সিলেটের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মনির আহমদ পাটোয়ারী গত ৩১/০১/২০১৭ইং তারিখে দোকান ঘরটির মালিক সুহেল আমিন মর্মে রায় প্রদান করেন। উক্ত রায়ের আলোকে আদালত দোকান ঘরটির দরখাস্থকারী সুহেল আমিনকে দখল বুজিয়ে দেওয়ার আমাকে নির্দেশ প্রদান করলে আমি আদালতের নিদের্শে দোকান ঘরটি জব্দ করেছি। তবে দোকান ঘরটির দীর্ঘদিনের ভাড়াটিয়া হাজী আমিন আহমদ ও অপর পক্ষের মালিক দাবীদার হাজি আনোয়ার হোসেন জানান, পুলিশ দোকান ঘরটি সিলাগালার আগে তাদেরকে কোন ধরনের নোটিশ প্রদান করেনি এবং তাদেরকে কোন ধরনের সময় দেয়া হয়নি। রায়ের বিরোদ্ধে তারা উচ্চ আদালতে আপীল করবেন বলে জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়