Sunday, January 29

কানাইঘাটে ৯ জুয়াড়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশের হাতে গ্রেফতারকৃত ৯ জুয়াড়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। থানার এসআই জুনেদ আহমদ রবিবার ভোর রাত ৪টার দিকে এক অভিযান চালিয়ে উপজেলার ১নং লক্ষীপ্রসাদ ইউপির ডাউকেরগুল গ্রামের একটি টিলায় সংঘবদ্ধ জোয়াড়ী চক্র টাকার বিনিময়ে জোয়া খেলার সময় সেখানে অভিযান চালিয়ে ৯জন জোয়াড়ীকে আটক করেন। পরে আটককৃত জোয়াড়ীদের রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া কার্যালয়ে হাজির করলে তিনি প্রত্যেক জোয়াড়ীকে নগদ ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করে মুচলেখার মাধ্যমে ছেড়ে দেন। জোয়াড়ীরা হল উপজেলার ডেয়াটিলা গ্রামের নুর হোসেনের পুত্র শরিফ উদ্দিন (২৩), মেছা গ্রামের রফিক উদ্দিনের পুত্র শাহাব উদ্দিন (২৬), চরিপাড়া গ্রামের আসকর আলীর পুত্র সালেহ আহমদ (২৫) একই গ্রামের মৃত ফয়জুল হকের পুত্র শিবলু মিয়া, ডাউকেরগুল গ্রামের লাল মিয়ার পুত্র জামাল উদ্দিন (৩০), ডেয়াটিলা গ্রামের ছানু মিয়ার পুত্র সেলিম উদ্দিন (২০) একই গ্রামের আব্দুন নুরের পুত্র আলতাফ উদ্দিন (২৪), বিলাল আহমদ (২০)।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়