Sunday, January 29

সাংবাদিক বেলালের মুক্তির দাবীতে জৈন্তাপুরে মানববন্ধন


কানাইঘাট নিউজ ডেস্ক: সাংবাদিক গোলাম সরওয়ার বেলাল এর নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেটের জৈন্তাপুরে মানববন্ধন পালিত হয়েছে। মানববন্ধনে বক্তরা অভিলম্বে মিথ্যা মামলা হতে সাংবাদিক গোলাম সারওয়ার বেলাল এর নিঃশর্ত মুক্তি দাবী এবং মিথ্যা মামলা হতে অভ্যাহতি দানের জোর দাবী জানান। রবিবার দুপুর ২টায় জৈন্তাপুর প্রেসক্লাবের আয়োজনে জৈন্তাপুর বাজারে মানববন্ধন পালিত হয়। জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলামের পরিচালনায় এবং সভাপতি ফয়েজ আহমদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহেদ আহমদ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তিয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য কুতুব উদ্দিন, নিজপাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াহিয়া আহমদ, জৈন্তাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, এ্যাডভোটেব আলতাফুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বৃহত্তর জৈন্তা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মো. হুমায়ুন আহমদ, সাধারণ সম্পাক এস.এম রাজু, চ্যানেল এস ও মিলেনিয়াম টিভির কানাইঘাট উপজেলা প্রতিনিধি আলিম উদ্দিন আলিম, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, দৈনিক ভোরের পাতার ব্যারো প্রধান জয়নাল আবেদীন, সবুজ সিলেট প্রতিনিধি আমিনুল ইসলাম, জালালবাদ পত্রিকার প্রতিনিধি শাহীন আহমদ, দরবস্ত বাজার সমিতির সদস্য কবির আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ময়নুল মুরসালিন রুহেল, সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির। ব্যবসায়ী তানবীর আহমদ শাহীন, সাব্বির আহমদ, আব্দুল মন্নান মনাই, সেলিম আহমদ, বীরমুক্তিযোদ্ধা মিরন মিয়া, জসিম উদ্দিন, ফরিদ আহমদ, আব্দুর রকিব, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, করিম মহমুদ লিমন, সদস্য শাহ আলম, আবু সালাম আজাদ, মিনহাজ মির্জা। মনসুর আলম, সালমান এফ রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, মো. দেলোয়ার হোসেন, মীর সুয়েব আহমদ, শাহজাহান কবির খাঁন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল¬াহ আল মাসুম, প্রকাশনা সম্পাদব শোয়েব উদ্দিন, সদস্য আবু নাঈম ইকবাল, আব্দুল¬াহ আল মনসুর, রাশেল মাহফুজ। বক্তরা বলেন- ২০১৫ সনের সিলেট তামাবিল মহা সড়কে গাড়ী পোড়ানোর মামলায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই কোন এক ব্যক্তির ইশারায় জৈন্তাপুর উপজেলার নিরিহ সাংবাদিক গোলাম সারওয়ার বেলাল কে জড়িয়ে মামলা রেকর্ড করেন। তার পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পনীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সমুহ তার তীব্র নিন্ধ ও প্রতিবাদ জানান। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ হাই তৎকালীন সময়ে বেলালকে এই মামলার চার্জশীট হতে বাধ দেওয়ার আশ্বাসদেয়। কিন্তু পরবর্তিতে তথা কথিত এক নেতার ইশারায় সাংবাদিক গোলাম সারওয়ার বেলালকে চার্জ শীটে নাম অধিভূক্ত করে এজাহার ভূক্ত আসামী করে। তার পরেও জেলা পুলিশ সুপারের বরাবরে আমরা আবেদন জানাই। পরিশেষে বাধ্য হয়ে আমরা গোলাম সারওয়ার বেলালকে আদালতে আত্মসমর্থন করি। আমাদের দাবী অভিলম্বে গোলাম সারওয়ার বেলালকে নিঃর্শত মুক্তি দিতে হবে। অন্যথায় বৃহত্তর সিলেট জেলার সকল পর্যায়ের সাংবাদিকদের নিয়ে আন্ধোলনের ডাক দেওয়া হবে বলে বক্তারা বলেন। আগামী ১লা ফেব্রয়ারী ২০১৭ ইংরেজী সকাল সাড়ে ১১ ঘটিকার সময় সিলেট কেন্দ্রিয় শহিদ মিনার সিলেটে মানববন্ধন পালনের কর্মসূচী আহবান করা হয়। সেই মানববন্ধন কর্মসূচীতে সিলেট বিভাগের সকল পর্যায়ের সাংবাদিক ভাইদের উপস্থিতি থাকার আহবান করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়