Sunday, January 29

কানাইঘাটে জাপা নেতার বাড়ীতে চুরির ঘটনায় দুইজন গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির কান্দলা গ্রামের বিশিষ্ট পাথর ব্যবসায়ী জাপা নেতা বিলাল আহমদের বসত বাড়ীতে গত শুক্রবার রাতে দুর্ধর্ষ চুরির ঘটনার সাথে জড়িত থাকার দায়ে কানাইঘাট থানা পুলিশ দুই চোরকে গ্রেফতার করেছে। গত শনিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম মুলাগুল নয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে জকিগঞ্জ উপজেলার নয়াগ্রামের কামাল উদ্দিন (২০) এবং কানাইঘাট উপজেলার সতিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য এবাদ উদ্দিনের পুত্র হোসেন আহমদ (৩৫) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা জাপা নেতা বিলাল আহমদের বসত ঘরে চুরির ঘটনা পুলিশের কাছে স্বীকার করেছে। জানা যায় গত শুক্রবার গভীর রাতে ব্যবসায়ী বিলাল আহমদ সিলেট অবস্থান করলে তার পাকা বসত ঘরে চোরেরা ডুকে নগদ ৪ লক্ষ ২ হাজার টাকা সহ আনুষাঙ্গিক জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি শনিবার গ্রেফতারকৃত দু’জন সহ চার জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। সম্প্রতি লক্ষীপ্রসাদ পূর্ব ইউপিতে আরো ৩টি চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কান্দলা গ্রামের ইকবাল হোসেনের একটি মোটর সাইকেল, একই গ্রামের শাহাব উদ্দিনের নগদ টাকা পয়সা ও গিয়াস উদ্দিনের একটি হালের বলদ চুরি করে নিয়ে যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়