Saturday, July 30

তুরস্কে ছাড়া পেলেন ৭৫৮ সেনা

তুরস্কে ছাড়া পেলেন ৭৫৮ সেনা
কানাইঘাট নিউজ ডেস্ক: সম্প্রতি তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত সন্দেহে আটক ৯৮৯ সেনাসদস্যের মধ্যে ৭৫৮ জনকে মুক্তি দেয়া হয়েছে। সাক্ষ্যগ্রহণ শেষে প্রসিকিউটরের সুপারিশের ভিত্তিতে শনিবার তাদের মুক্তি দেয়া হয়।

গত ১৫ জুলাইয়ের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ঘটনায় মিলিটারি স্কুলের ছাত্রসহ এসব সেনাদের আটক করা হয়। অভ্যুত্থান চেষ্টায় তাদের জড়িত থাকার বিষয়টি তদন্ত করছিলেন ইস্তাম্বুলের প্রসিকিউটর।

ইস্তাম্বুলের বিচারক ৭৫৮ সেনাসদস্যকে মুক্তি দিয়ে বলেন, তাদেরকে আটকে রাখা অপ্রয়োজনীয়। তবে ২৩১ সেনাসদস্য এখনও আটক রয়েছেন।

প্রসঙ্গত, ব্যর্থ অভ্যুত্থানের ঘটনায় অন্তত ২৩০ জন নিহত হন। আহত হন দুই হাজারের বেশি। গণপ্রতিরোধের মুখে ওই ঘটনায় শতাধিক অভ্যুত্থানকারীও নিহত হয়।

ব্যর্থ অভ্যুত্থানের পর সেনা, পুলিশ ও শিক্ষকসহ প্রায় ১৩০০০ সরকারী কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়