Sunday, July 31

‘আমরা এখানে, আমাদের বাঁচাও’


কানাইঘাট নিউজ ডেস্ক: ভার্চুয়াল জগতের পোকেমন গো খেলতে যখন বিশ্বের মানুষ মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে মহাব্যস্ত তখন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দিকে তাদের চোখ ফেরনোর করুণ আর্তি দিয়ে সারা বিশ্বের মানুষের হৃদয় স্পর্শ করলো সিরিয়ান শিশুরা। টুইটারসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে কাল্পনিক পোকেমন চরিত্রের ছবি একে বুকের কাছে ধরে প্রাণ বাঁচানোর করুন আর্তি করেছে তারা। বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে লড়ছে এমন বেশ কয়েকটি দলকে প্রতিনিধিত্ব করছে রেভুল্যুশনারি ফোর্সেস অব সিরিয়া (আরএসএফ)। আরএসএফ তাদের টুইটার ফিডে সম্প্রতি তুলে এনেছে যুদ্ধ বিদ্ধস্ত সিরিয়ায় আটকে থাকা এসব শিশুদের ছবি। হৃদয়বিদারক এসব ছবিতে সিরিয়ান শিশুরা কাল্পনিক পোকেমনদের ছবি একে বুকের উপর ধরে তাতে জানাচ্ছে তাদের উদ্ধার করার আর্জি। পিকাচু (পোকেমন চরিত্র) এর ছবি একে তার নিচে একটি শিশু লিখেছে – সিরিয়ায় অনেক পোকেমন আছে, এসো, আমাকে বাঁচাও! শিশুদের জন্য পরিচালিত আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান সেভ দ্য চিলড্রেনের হিসেব অনুযায়ী সিরিয়ায় প্রায় আড়াই লাখ শিশু যুদ্ধের মাঝখানে আটকা পড়ে আছে। গৃহযুদ্ধে অগুনতি শিশুর মৃত্যুও দেখেছে বিশ্ব। মানবিক দায় এড়িয়ে পৃথিবীর মানুষ যে সিরিয়ার কথা ভুলে যাওয়ার চেষ্টা করছে সেটাই আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সিরিয় শিশুরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়