Saturday, July 2

ইউটিউবে সাড়া ফেলেছে আসিফের গান 'ঈদ মোবারক' (ভিডিও)


কানাইঘাট নিউজ ডেস্ক: দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর প্রকাশ করেছেন ঈদ নিয়ে তার গান 'ঈদ মোবারক' এর মিউজিক ভিডিও। ইউটিউবে প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলেছে গানটি। গানটির মিউজিক ভিডিও বেশ জনপ্রিয় হয়েছে ভক্তদের কাছে। গত বছর ‘ঈদ মোবারক’ শিরোনামে গানটি গেয়েছিলেন আসিফ। প্রশংসাও কুড়িয়েছিলেন বেশ। হাসান মতিউর রহমানের কথা ও সুরে সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আশিকুর রহমান। এতে মডেল হিসেবে আছেন বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী। অস্ট্রেলিয়ার সিডনির, নিউইয়র্ক ও দেশের বিভিন্ন জায়গায় ভিডিওটির দৃশ্যায়ন করা হয়েছে। মিউজিক ভিডিওটি প্রসঙ্গে আসিফ বলেন, 'ভিডিওটিতে ঈদের দিনের সব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি।' মিউজিক ভিডিওটি বাংলা ঢোলের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়