নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং-চট্ট-৭০৭ এর অর্ন্তভুক্ত কানাইঘাট উত্তর বাজার শাখার দ্বি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার শান্তিপূর্ণ ভাবে উৎসবমুখর পরিবেশে উপজেলা ইউটিডিসি হলে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৭৯ জন অটোরিক্সা সিএনজি চালকের মধ্যে ৩৭৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে নুর হোসেন (চেয়ার) ১৯৫, সহ সভাপতি পদে নুর উদ্দিন (হাতি) ২১৩, সম্পাদক পদে জামাল উদ্দিন (খেজুরগাছ) ১৮৩, সহ সম্পাদক পদে কামাল উদ্দিন (বাই সাইকেল) ২১৫, সাংগঠনিক সম্পাদক পদে আবু বক্কর (মোটর সাইকেল) ২০৭ এবং সদস্য পদে আমিন উদ্দিন (দেওয়ালঘড়ি) ১৯১, ফয়ছল আহমদ (টেবিল ফেন) ১৬৪, শফিক আহমদ (আম) ১৬১ ও শহিদ আহমদ (মাছ) ১৬৬টি ভোট পেয়ে নির্বাচিত হন। ৯টি পদে অনুষ্ঠিত উক্ত শ্রমিক নির্বাচনে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং- চট্ট-৭০৭ এর যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উক্ত সংগঠনের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, সদস্য মাসুক মিয়া, কাউছার আহমদ, আলা উদ্দিন, রাজা আহমদ। উপজেলার বিভিন্ন অটোরিক্সা সিএনজি স্ট্যান্ডের নেতৃবৃন্দ ভোট গ্রহণের সময় উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়