Thursday, July 28

কানাইঘাটে এসডিএফ এর উদ্যোগে স্টেকহোল্ডারদের কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর স্টেকহোল্ডারদের নিয়ে এক কর্মশালা বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এসডিএফ এর জেলা ব্যবস্থাপক মোঃ সামিউল হকের সভাপতিত্বে ও জেলা কর্মকর্তা সৈয়দ আল মামুনের পরিচালনায় উক্ত দিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন, এসডিএফ এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ হারুন আর রশিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ। জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং এসডিএফ এর বিভিন্ন গ্রাম সংগঠনের সদস্যদের উপস্থিতিতে কর্মশালায় এসডিএফ পরিচিতি এবং কানাইঘাট উপজেলার ৬টি ইউনিয়নের প্রোসিউডার গ্রুপ ও সংগঠন সম্পর্কে ধারণা, প্রকল্প ভুক্ত এলাকার বাজারজাত করন ও লেনদেন ব্যবস্থা এবং সম্ভাবনাময় বাজার চাহিদা নিরুপণ, ব্যবসায়ী ও উৎপাদনকারী দল/সংগঠনের মধ্যকার তথ্য প্রবাহ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহের সেবার খাতগুলো চিহ্নিত করা এবং ব্যবসায়িক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে করণীয় বা পদক্ষেপসমূহ তুলে ধরা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া তার বক্তব্যে বলেন, সরকারের ভিশন ২০২১ সফল ভাবে বাস্তবায়নের লক্ষ্যে দারিদ্র বিমোচন এবং গ্রাম পর্যায়ে আমাদের মা-বোনদের ঋণ দেওয়ার মাধ্যমে আত্ম কর্মসংস্থানমুখী এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে সরকারী ভাবে এসডিএফ উপজেলার ৬টি ইউনিয়নে কাজ করবে। উক্ত কার্যক্রম বাস্তবায়নে তিনি জনপ্রতিনিধি সহ সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। কর্মশালায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বর্তমান চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, নব নির্বাচিত চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকা, বড়চতুল ইউপির বর্তমান চেয়ারম্যান মুবশির আলী, নবনির্বাচিত চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন চতুলী, রাজাগঞ্জ ইউপির বর্তমান চেয়ারম্যান ডাঃ মানিক মিয়া, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা অতিরিক্ত ডাঃ রঞ্জিত কুমার আচার, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, কানাইঘাট কমিউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুন নুর, এসডিএফ এর বেতু গ্রাম সংগঠনের সভাপতি রফিকা বেগম। উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসডিএফ এর ক্লাস্টার অফিসার মোঃ হুমায়ুন কবির, মোঃ মনিরুজ্জামান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়