কানাইঘাট নিউজ ডেস্ক:
সার্বিয়ায় একটি রেস্তোরাঁয় এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। আহত
হয়েছেন কমপক্ষে ২০ জন। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে রাজধানী বেলগ্রেড
থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে জ্রেনজানিন শহরের কাছাকাছি অবস্থিত একটি
গ্রামে এ হামলা চালানো হয়।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি রাত ১টা ৪০ মিনিটে তার স্ত্রীকে হত্যা করে। পরে সে আরেক নারীকে হত্যা করে। এরপরই সে রেস্তোরাঁয় থাকা অন্য লোকদের উদ্দেশে গুলি ছোঁড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারী ওই রেস্তোরাঁয় এসে তার স্ত্রীকে বন্ধুদের সঙ্গে বসে গল্প করতে দেখেন। এরপর তিনি বাড়ি ফিরে যান এবং বন্দুক নিয়ে ফিরে আসেন। এসময় তিনি একটি ফাঁকা গুলি করেন। এরপর নিজের স্ত্রী ও তার বন্ধুদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুঁড়তে থাকেন। হামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রেস্তোরাঁর লোকজন ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নেবজসা স্টিফানোভিক জানিয়েছেন, সম্ভবত ঈর্ষার কারণেই এই হামলা চালানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি রাত ১টা ৪০ মিনিটে তার স্ত্রীকে হত্যা করে। পরে সে আরেক নারীকে হত্যা করে। এরপরই সে রেস্তোরাঁয় থাকা অন্য লোকদের উদ্দেশে গুলি ছোঁড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারী ওই রেস্তোরাঁয় এসে তার স্ত্রীকে বন্ধুদের সঙ্গে বসে গল্প করতে দেখেন। এরপর তিনি বাড়ি ফিরে যান এবং বন্দুক নিয়ে ফিরে আসেন। এসময় তিনি একটি ফাঁকা গুলি করেন। এরপর নিজের স্ত্রী ও তার বন্ধুদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুঁড়তে থাকেন। হামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রেস্তোরাঁর লোকজন ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নেবজসা স্টিফানোভিক জানিয়েছেন, সম্ভবত ঈর্ষার কারণেই এই হামলা চালানো হয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়