Sunday, June 12

হঠাৎ আনুশকার শুটিং সেটে বিরাট কোহলি!

হঠাৎ আনুশকার শুটিং সেটে বিরাট কোহলি!

কানাইঘাট নিউজ ডেস্ক: মাঠ নয় হঠাৎ করে শুটিং সেটে হাজির হয়েছিলেন ক্রিকেটার বিরাট কোহলি। তাও আবার অন্য কারো সেটে নয়, আনুশকার শুটিং সেটে হাজির হয়েছিলেন তিনি। আজ এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।   

‘ফিলাউরি’ সিনেমার শুটিং সেটের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। তারপর এই ছবিটি ভাইরাল হয়ে উঠে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে তৈরি আনুশকা। তার কানে মোবাইল ফোন। তার সামনে নীল গেঞ্জি পরা এক যুবক। যাকে দেখে বেশ চমকে উঠেছেন আনুশকা।

বলিউডের জোর গুঞ্জন, এই নীল গেঞ্জি পরিহিত আগন্তুকই বিরাট কোহলি। ‘ফিলাউরি’ সিনেমার শুটিং চলছে বারাদরি প্যালেসে। পরে বিরাট কোহলি ওই প্যালেসের ছাদ থেকে একটি সেলফি তুলে পোস্ট করেন।
আনুশকাকে সারপ্রাইজ দিতেই নাকি এভাবে শুটিং সেটে হাজির হয়েছিলেন বিরাট।

বেশকিছুদিন ধরেই বিরাট-আনুশকার সম্পর্ক নিয়ে চলছে ধোঁয়াশা। তবে তাদের আচরণে কারো বুঝতে কষ্ট হয়নি যে তাদের সম্পর্ক বেশ ভালোই আছে।

বরদিকে কিছুদিন ধরে শুনা যাচ্ছে, পারিবারিকভাবে আনুশকাকে পরিচয় করিয়ে সব পাকাপাকি করে নিচ্ছেন বিরাট। এ জন্য সম্প্রতি বিরাটের বাবা-মায়ের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে গিয়েছিলেন আনুশকা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়