Sunday, June 26

কানাইঘাট পৌরসভার ২০১৬-১৭ অর্থ বৎসরের ৬ কোটি ৭৭ লক্ষ ৮০ হাজার টাকার বাজেট ঘোষণা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের ৬ কোটি ৭০ লক্ষ ৮০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে মোট ব্যয় দেখানো হয়েছে ৬ কোটি ৭৭ লক্ষ ৫০ হাজার টাকা। উদ্বৃত তহবিল দেখানো হয়েছে ৩০ হাজার টাকা। গতকাল রবিবার বিকাল ৪টায় স্থানীয় আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট পেশ করেন পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম। বাজেট পেশের পাশাপাশি এ উপলক্ষে নাগরিকদের সম্মানে পৌরসভার উদ্যোগে এক ইফতার মাহফিলেরও আয়োজন করা হয়। পৌর মেয়র নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, পৌরসভার সাবেক ও বর্তমান কাউন্সিলরদের উপস্থিতিতে বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইউনিয়ন চেয়ারম্যান ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি, কানাইঘাট সদর ইউপির বর্তমান চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবু সুদীপ্ত কুমার রায়, কানাইঘাট সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি মাষ্টার মামুন আহমদ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল মালিক, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন ও সদর ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন। পৌর প্রকৌশলী মনিরুল ইসলাম গত বছরের প্রকৃত আয় ব্যয় ও বর্তমান বছরের বাজেট বাস্তবায়ন অগ্রগতি এবং আগামী বছরের খসড়া বাজেট উপস্থাপন করেন। স্বাগত বক্তব্যে মেয়র নিজাম উদ্দিন বলেন, তিনি পৌরসভার মেয়রের দায়িত্ব নেয়ার পর পৌরবাসীর দুর্ভোগ লাঘব এবং সেবার মান বাড়াতে ইতিমধ্যেই তিনি পৌর এলাকার পানি নিষ্কাসন সহ জনগুরুত্বপূর্ণ রাস্তা-ঘাট সংস্কার ও নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি আরো বলেন, এক কোটি টাকা ঋণের বোঝা নিয়ে তিনি পৌর মেয়রের দায়িত্ব নেয়ার পর পৌর শহরে বিশুদ্ধ পানি সরবরাহ, ড্রেনেজ নির্মাণ ও জলাবদ্ধতা দূরীকরণ করেছেন। পৌরসভার কাংখিত উন্নয়নে তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করে নিয়মিত পৌর কর পরিশোধের আহ্বান জানান। বিভিন্ন উন্নয়ন সংস্থার কাছ থেকে অর্থ বরাদ্দ পেলে পৌরবাসীর জীবন মান আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করেন মেয়র নিজাম উদ্দিন। প্রস্তাবিত বাজাটে নতুন করে কোন করারোপ করা হয়নি। তাই রাজস্ব খাতে আয়ের সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে। বাজেট পেশকালে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়