Monday, June 27

সিরিয়ায় বিমান হামলায় ২৫ শিশু নিহত

সিরিয়ায় বিমান হামলায় ২৫ শিশু নিহত

কানাইঘাট নিউজ ডেস্ক: পূর্ব সিরিয়ায় বিমান হামলায় ২৫ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সোমবার ইউনিসেফের এক বিবৃতির বরাত দিয়ে আর্ন্তজাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

দেশটির দেইর আল জোর প্রদেশের আল কুরিয়া শহরে ধ্বংস্তুপের নিচ থেকে এ শিশুদের মরদেহে উদ্ধার করেছে স্বাস্থ্যকর্মীরা। নিজেদের স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য দিয়েছে ইউনিসেফ।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও (এসওএইচআর) শনিবার এ হামলার তথ্য জানিয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, সিরিয়া বা রাশিয়ার পরিচালিত বিমান হামলায় আল কুরিয়ায় অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে।

ইউনিসেফ এক বিবৃতিতে জানায়, আল কুরিয়ার ব্যাপক জনবসতিপূর্ণ স্থানগুলোতে অন্তত তিনটি হামলার ঘটনা ঘটে। এর মধ্যে একটি হামলার লক্ষ্যবস্তু ছিল মসজিদ।

এ ধরনের হামলাসহ যেকোনো প্রকারের সহিংসতা থেকে শিশুদের নিরাপদে রাখার আহ্বান জানানো হয় ইউনিসেফের বিবৃতিতে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়