Monday, June 27

পাকিস্তানে বৈধতা পেল হিজড়াদের বিয়ে

পাকিস্তানে বৈধতা পেল হিজড়াদের বিয়ে

কানাইঘাট নিউজ ডেস্ক: পাকিস্তানে হিজড়াদের বিয়ে নিয়ে নতুন ফতোয়া জারি হয়েছে। দেশের শীর্ষ ৫০ আলেম হিজরাদের বিয়ে বৈধ বলে ঘোষণা করেছেন। সোমবার দেশটির স্থানীয় গণমাধ্যমে ডেইলি ডন এ তথ্য প্রকাশ করা হয়।

রোববার নতুন এই ফতোয়া জারি করা হয়। তানজিম ইতিহাদ-ই-উম্মাতের একদল বিজ্ঞ আলেম ওই ফতোয়া জারি করেন। তারা জানান, হিজড়ারাও এখন বিয়ে করতে পারবেন।

তবে ফতোয়ায় বলা হয়েছে, যে সব হিজড়াদের মধ্যে পুরুষসুলভ বৈশিষ্ট্য বেশি সে যে কোনো নারী বা অন্য কোনো হিজড়াকে বিয়ে করতে পারবে। ঠিক একই রকম কোনো হিজড়ার মধ্যে নারীসুলভ বৈশিষ্ট্য বেশি থাকলে তারা নিজেদের পছন্দমত বিয়ে করতে পারবে।

তবে যাদের মধ্যে নারী এবং পুরুষ উভয় ধরণের বৈশিষ্ট্যই রয়েছে তারা কাউকে বিয়ে করতে পারবেন না।

আলেমগণ জানিয়েছেন, আগে সম্পত্তি থেকে হিজড়াদের বঞ্চিত করা হতো। এটা একেবারেই অবৈধ। আর অনেক বাবা-মা মনে করেন, আল্লাহ রাগ করে তাদের হিজড়া সন্তান দান করেছেন। কিন্তু এটা ঠিক নয়। আল্লাহই ভালো জানেন আমাদের জন্য কোনটা ঠিক।

এ ধরনের বাবা-মায়ের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ নেয়া উচিত বলে মনে করেন আলেমরা।

সমাজে হিজড়াদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হয় তা থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। হিজড়াদের অপমান করা বা তাদের আজেবাজে কথা বলাকে ‘হারাম’ বলেও উল্লেখ করেন তারা।

ওই ফতোয়ায় আরো বলা হয়, একজন হিজড়া মারা গেলে অন্য সব মুসলমান নারী পুরুষের মতই তাকে দাফন করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়