Saturday, February 27

কানাইঘাটে জমিয়তে উলামা ও তালাবার সমাবেশ ১মার্চ


কানাইঘাট নিউজ ডেস্ক: আগামী ১লা মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় কানাইঘাট পূর্ব বাজারে জমিয়তে উলামা ও জমিয়তে তালাবা কানাইঘাট উপজেলা শাখা ও জমিয়তে তালাবা কানাইঘাট পৌর শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে ইউনিয়ন, ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও বিশাল সমাবেশ। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন জমিয়তে উলামার কেন্দ্রীয় আমীর আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন জমিয়তে উলামার সহ সভাপতি আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ী, সহ সভাপতি আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন জমিয়তে উলামার কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নজরুল ইসলাম তোয়াকুলী, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাও.মুখলিসুর রহমান রাজাগঞ্জী, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ আলী, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাও.আবুল হোসাইন চতুলী, সিলেট মহানগর কমিটির সভাপতি মাও. তহুরুল হক জকিগঞ্জী, মহানগর জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মাও. হাফিয আহমদ সগীর। এদিকে সম্মেলনকে সর্বাত্মক সফল করে তুলার জন্য কানাইঘাট উপজেলা জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মাও.ক্বারী হারুনুর রশীদ চতুলী, কানাইঘাট উপজেলা জমিয়তে তালাবার সভাপতি মাও.মাশুক আহমদ, সেক্রেটারী মাও.হা.ইমদাদুল্লাহ মারযান, কানাইঘাট পৌর জমিয়তে তালাবার সভাপতি মাও.হা. নযির আহমদ, সাধারণ সম্পাদক মৌ. রায়হান উদ্দিন সর্বস্থরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়