কাওছার আহমদ:
কানাইঘাট পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ। বেলা দুইটা পর্যন্ত ৯ হাজার ৭৬০টি ভোট গ্রহণ করা হয়েছে। একটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। এছাড়া কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এমন খবর নিশ্চিত করেছেন উপজেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ খালেদুর রহমান। বিভিন্ন ভোট কেন্দ্র ঘোরে দেখা গেছে প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত পরিমান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। নির্বাচনের দায়িত্বে থাকা সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে প্রতিটি ভোট কেন্দ্র ও পৌর এলাকার ভিতরে ভ্রাম্যমান মোবাইল কোর্টের তপরতা ছিল। প্রতিটি ভোট কেন্দ্রে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। মহিলা ভোটারদের দীর্ঘ লাইন ছিল বিভিন্ন ভোট কেন্দ্রে। তবে জাল ভোট প্রদান সহ নির্বাচনে বিটে এমন কোন অপরাধে কাউকে আটক বা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানার খবর পাওয়া যায় নি। উপজেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ খালেদুর রহমান জানিয়েছেন, শান্তিপূর্ণ ও উসব মুখর পরিবেশে ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যন্ত কোথাও কোন ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায় নি। নির্বাচনে কেউ প্রভাবিত করার চেষ্টা করলে তা শক্ত হাতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়