Tuesday, December 29

নতুন ৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

নতুন ৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
কানাইঘাট নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার নতুন ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে রাজধানী ঢাকায় রয়েছে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপনে এসব বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাতে এ তথ্য নিশ্চিত করেন।

ঢাকায় যে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন পাওয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার- এর ঠিকানা হচ্ছে গুলশান। এছাড়া অনুমোদন পাওয়া কানাডিয়ান ইউনিভার্সিটির ঠিকানা হচ্ছে তেজগাঁও।

অন্য চারটি বিশ্ববিদ্যালয় হচ্ছে মানিকগঞ্জে এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ, খুলনায় নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম। এর মধ্যে মানিকগঞ্জ ও কুষ্টিয়ায় কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় নেই।

বর্তমানে দেশে ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু আছে। নতুন ৬টি সহ এ সংখ্যা এখন ৮৯ এ উত্তীর্ণ হল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়