Tuesday, December 29

সাংবাদিকদের যা বললেন আ'লীগের বিদ্রোহী প্রার্থী আল-মিজান।


নিজস্ব প্রতিবেদক:কানাইঘাটে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থীর বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন আল মিজান। মঙ্গলবার বিকেল ৫টায় তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। সরকারদলীয় মেয়র প্রার্থী লুৎফুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তিনি বলেন, তিনি নির্বাচনী মাঠে জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা অপপ্রচারে লিপ্ত রয়েছেন। এতে ভোটারদের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। তাঁকে ভোট না দিলেও বিনা ভোটে জয়লাভ করবেন এমন গুজব ভোটারদের মধ্যে প্রচার করছেন। যা অত্যন্ত নিন্দনীয় এবং সরকার ও নির্বাচন কমিশনের ভাবমূর্তি লংঘনের সামিল মন্তব্য করে তিনি বলেন, এখনও পর্যন্ত প্রশাসন নিরপক্ষ ভূমিকা পালন করে যাচ্ছেন। প্রশাসনের উপর আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে, তারা একটি অবাধ, সুষ্ঠু, পেশীশক্তি বিহীন নির্বাচন উপহার দিতে সক্ষম হবে। সরকার ও নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধ পরিকর। ভোটের মাঠেও তারা বাস্তবায়ন চান তিনি। নিজাম উদ্দিন সংবাদ সম্মেলনে আরও বলেন, মঙ্গলবার বিকেলে একজন প্রিজাইডিং কর্মকর্তাকে কারণ ছাড়াই প্রত্যাহার করা হয়েছে।  তারপরও নির্বাচনের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর ও প্রশাসনিক কর্মকর্তা, প্রিজাইডিং ও পোলিং অফিসারদের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, লুৎফুর রহমানের পথসভা ও প্রচারণায় নির্বাচনী আচরণবিধি চরমভাবে লংঘন করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়