Saturday, September 12

কানাইঘাট থানার বিদায়ী অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীকে সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২ বছরের অধিক সময় দায়িত্ব পালনের পর কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আয়াল চৌধুরীর অন্যত্র বদলী জনিত উপলক্ষ্যে তাকে পৃথক শনিবার সুরইঘাট সোনাতনপুঞ্জি এলাকাবাসী এবং কানাইঘাট চতুল বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিধায় সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া আব্দুল আউয়াল চৌধুরী বিদায় জনিত উপলক্ষ্যে গত শুক্রবার রাত ৮টায় কানাইঘাট প্রেসকাব মিলনায়তনে তার সম্মানে এক বিধায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসকাবের সভাপতি এম.এ.হান্নানের সভাপতিত্বে ও কাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট থানার বিদায়ী অফিসার ইনচার্জ সংবর্ধিত অতিথি আব্দুল আউয়াল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, কানাইঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, কানাইঘাট পৌরসভার প্যানেল মেয়র-১ হাজী আব্দুল মালিক, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, কানাইঘাট ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ও কানাইঘাট কমিউনিটি কাবের লাইব্রেরিয়ান সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন। বক্তব্য রাখেন, কানাইঘাট বাজারের ইজারাদার হাজী কেরামত আলী, বিশিষ্ট ব্যবসায়ী আয়াজ উদ্দিন, যুব নেতা নুরুল ইসলাম, সমাজকর্মী সেলিম চৌধুরী, কন্ট্রাক্টর কালাম উদ্দিন, কানাইঘাট প্রেসকাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন,কানাইঘাট প্রেসক্লাবের সদস্য ও কানাইঘাট নিউজ ডটকমের সম্পাদক মাহবুবুর রশিদ,সাংবাদিক আব্দুন নুর,আমিনুল ইসলাম, মাহফুজ সিদ্দিকী, শাহীন আহমদ, ফটো সাংবাদিক সুজন চন্দ অনুপ, ব্যবসায়ী মোহাম্মদ আলী, ছাত্রনেতা আজমল হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কানাইঘাট থানার বিদায়ী অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী তার বক্তব্যে বলেন, কানাইঘাট থানায় দীর্ঘ ২ বছর ২ মাস কর্মরত থাকাকালীন সময়ে তিনি স্থানীয় সাংবাদিকদের সকল ক্ষেত্রে সহযোগিতার কারনে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা করতে পেরেছিলেন। এজন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি দায়িত্ব কালীন সময়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ নানা শ্রেণি পেশার মানুষের অকুন্ঠ সহযোগিতা ও সমর্থনও তিনি পেয়েছিলেন। দায়িত্বকালীন সময়ে কারও প্রতি কোন ধরনের দুঃখ বা কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলেন। নবাগত অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, কানাইঘাট বাসী ভালো কাজের জন্য যেভাবে বিদায়ী অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীকে সংবর্ধনা দিচ্ছেন এ মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত পুলিশ বাহিনীর কাজের গতির সঞ্চার হবে। কানাইঘাটে সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নে দুষ্টের দমন, সৃষ্টের পালনে তিনি স্থানীয় সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী ও নবাগত অফিসার ইনচার্জ হুমায়ুন কবীরকে মাল্য ভূষিত ও উপহার সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে বিদায় ও বরণ করে নেওয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়