Sunday, September 13

কানাইঘাট থানার বিদায়ী অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীকে থানা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আয়াল চৌধুরীর অন্যত্র বদলী জনিত উপলক্ষ্যে কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে রবিবার বিকেল ৩টায় থানা প্রাঙ্গনে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কানাইঘাট থানার নবাগত অফিসার মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে এবং ওসি তদন্ত সফিকুল ইসলাম ও এস.আই রাশেদুল আলম খাঁন, ছাত্রনেতা শাহাব উদ্দিনের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের আহ্বায়ক পৌর মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, থানার বিদায়ী অফিসার ইনচার্জ সংবর্ধিত অতিথি আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক বানীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ,কানাইঘাট থানার সেকেন্ড অফিসার এস.আই জসীম উদ্দিন,লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ডাক্তার ফয়াজ আহমদ, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশের সচিব ডাঃ মুফাজ্জিল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র ফখর উদ্দিন শামীম, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, পৌর আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ, আ’লীগ নেতা আব্দুল লতিফ, হাজী মখদ্দছ আলী, হোসেন আহমদ, চতুল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা আ’লীগ নেতা আলী হোসেন কাজল, সাংবাদিক আব্দুন নুর, কানাইঘাট বাজার লেসি হাজী করামত আলী, বিশিষ্ট ব্যবসায়ী আয়াজ উদ্দিন, যুবনেতা নুরুল ইসলাম, ছাত্রনেতা আজমল হোসেন, সমাজকর্মী সেলিম চৌধুরী, ইউপি সদস্যা মরিয়ম বেগম, দিপ্তি রানী দাস প্রমুখ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কানাইঘাট থানার বিদায়ী অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী থানায় ২ বছরের অধিক সময় কর্মরত থাকাকালীন সময়ে তার ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশের কার্যক্রম শক্তিশালী মাদক নির্মূল, অপরাধীদের গ্রেফতার করা সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি থানার সৌন্দর্য্য বৃদ্ধি করনে, সামাজিক উদ্যোগে বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়ন করায় প্রশংসা করেন বক্তারা। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিদায়ী এ পুলিশ কর্মকর্তাকে কানাইঘাট থানার কর্মরত সকল পুলিশ অফিসার ও ফোর্স এবং নানা শ্রেণির পেশার লোকজন সম্মাননা স্মারক সহ কেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। এছাড়া বিদায়ী অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীকে গতকাল রবিবার কানাইঘাট বাজার ব্যবস্থাপনা কমিটি এবং গত শনিবার বড়চতুল ইউপি আ’লীগ মুক্তিযোদ্ধা কমান্ড অফিস, সুরাইঘাট সোনাতনপুঞ্জি এলাকাবাসীর উদ্যোগে পৃথক সংবর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য যে, আব্দুল আউয়াল চৌধুরীকে কানাইঘাট থানা থেকে সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনার এক আদেশে গত শুক্রবার সিলেট পুলিশ সুপার কার্যালয়ে ডিআইও-১ হিসাবে বদলী করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়