Saturday, August 2

সিলেট বিভাগীয় সমিতি উত্তরা ঢাকার নতুন কমিটির অভিষেক


কানাইঘাট নিউজ ডেস্ক : 

জুলাই অভ্যুত্থান, মাইলস্টোন ট্র্যাজেডি আর নিউইয়র্কে বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান বীর পুলিশ অফিসার দিদারুলের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলো ঢাকার  উত্তরাস্থ সিলেট বিভাগীয় সমিতি।

সামাজিক ওই সংগঠনের ২০২৫-২৭ সেশনের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে যথাযথ মর্যাদায় সেই সব ঘটনায় শহীদ এবং আহতদের স্মরণ করা হয়।

রাজধানীর উত্তরার হোয়াইট হলে উৎসবমুখর পরিবেশে অভিষেকটি অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল ঐক্য, শ্রদ্ধা ও আশাবাদের আবহ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বীর-শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সমিতির প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত হয়। 


অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মোহাম্মদ শামস্-উল ইসলাম তার বক্তব্যে জুলাই বিপ্লব, মাইলস্টোন ট্র্যাজেডি, প্রয়াত সদস্যগণ ও সিলেটবাসীকে স্মরণ করা ছাড়াও সদ্য আমেরিকার ম্যানহাটানে কুলাউড়ার গর্ব বীর পুলিশ অফিসার দিদারুল ইসলামের আত্মত্যাগ এবং তার বিবল রাষ্ট্রীয় বিদায়ের প্রসঙ্গ টানেন। তিনি বলেন- এটি আমাদের জন্য গর্বের বিষয়। তিনি বিগত চার বছরে সমিতির উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্য: সমিতির জন্য স্থায়ী অফিস স্থাপন, প্রথমবারের মতো নৌবিহার আয়োজন, কোভিড-১৯ পরিস্থিতিতে সিলেট বিভাগের চার জেলায় অক্সিজেন সিলিন্ডার, ইনভার্টার, হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা, মাস্ক, পিপিই ও খাদ্যসামগ্রী সরবরাহ। বিদায়ী সভাপতি নির্বাচন কমিশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার ও তার সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং নতুন পরিষদের সাফল্য কামনা করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।  নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, যিনি প্রতিষ্ঠার শুরু থেকেই এ সমিতির সঙ্গে যুক্ত, তিনি বিদায়ী সভাপতির প্রশংসা করে বলেন, তার নেতৃত্বেই সমিতির জন্য স্থায়ী অফিস অর্জিত হয়েছে এবং নাম পরিবর্তন করে “সিলেট সমিতি উত্তরা, ঢাকা” থেকে “সিলেট বিভাগীয় সমিতি, উত্তরা-ঢাকা” করা হয়েছে, যা অধিকতর গ্রহণযোগ্যতা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে। বক্তব্যের এক পর্যায়ে তিনি আগের অনুদানের সাথে নতুন করে আরও এক লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন, যা অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে প্রশংসিত হয়। অনুষ্ঠানে ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি সি এম কয়েস সামি এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী বক্তৃতা করেন। তারাই নব নির্বাচিত সভাপতি মাসুম চৌধুরীসহ কমিটির অন্যদের  ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে সাবেক সচিব, রাষ্ট্রদূত, শিল্পপতি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যবসায়ী, সরকারি চাকরিজীবীসহ সিলেটের প্রথিতযশা গুণীজন উপস্থিত ছিলেন। নতুন কমিটির সভাপতির বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক প্রথম পর্ব শেষ হয়। সমাপনী পর্বের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে বিমোহিত করে।

অভিষিক্ত হলেন যারা: সিলেট বিভাগীয় সমিতি, উত্তরার  সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মাসুম চৌধুরী। চারজন সহ-সভাপতি হলেন- ১. ক্যাপ্টেন মিজানুর রহমান (অব:) ২. প্রকৌশলী মো: এনামুল কাদির, ৩. জামিল আহমদ চৌধুরী ৪. মো: রিপন কবীর লস্কর। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- কবীর আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো: সিরাজুল ইসলাম বাচ্চু, অর্থ সম্পাদক মনোয়ার আহমদ চৌধুরী, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক হয়েছেন বেলাল আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: আব্দুল রকিব খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলী ইদরিস এবং মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দা রায়হানা ইসলাম। সংগঠনের নির্বাহী সদস্যরা হলেন- ১. মোহম্মদ শামস্-উল ইসলাম ২.মো: মতিউর রহমান, ৩. প্রকৌশলী মহিব উদ্দিন, ৪. রেবেকা ইসলাম ৫. মাসুদ ইবনে মাহবুব, ৬. রাহাত শামস ৭. মামনুন আহমদ চৌধুরী, ৮. সাইদুল হক চৌধুরী জয় এবং ৯. শিলা জিলানি চৌধুরী।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়