Saturday, August 8

কানাইঘাট বড়চতুল হাই স্কুলের অচল অবস্থা নিরসনে এলাকাবাসীর উদ্যোগে সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট বড়চতুল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনকে কেন্দ্র করে একপক্ষ কর্তৃক গত ২৭ জুলাই স্কুলের শ্রেণিকক্ষে তালা মেরে দেওয়া পরবর্তী স্কুলের শিক্ষকরা এ নিয়ে কর্মবিরতী পালন করায় স্কুলের পাঠদান ব্যাহত হওয়ায় শনিবার সকাল ১১টায় স্কুল মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত সভায় সভাপতিত্ব করেন, এলাকার বিশিষ্ট মুরব্বী ওমর ফারুক চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, বড়চতুল ইউপি চেয়ারম্যান মুবশ্বির আলী, সাবেক চেয়ারম্যান হাজী হামিদুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতির কানাইঘাট উপজেলা শাখার সভাপতি জার উল্লাহ, সচিব ফজলুর রহমান, উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সহ সভায় বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। উক্ত সভায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচনকে কেন্দ্র করে ২৭ জুলাই পরবর্তী অনাকাংখিত ঘটনার জের ধরে এলাকায় দু’টি পক্ষের মধ্যে উত্তেজনা ও মনোমালিন্য সৃষ্টি হওয়ায় স্কুলের সার্বিক শিক্ষাকার্যক্রমে বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করা হয়। স্কুলের শিক্ষার্থীদের সার্বিক পাঠদান সুষ্ঠু ভাবে আগামীকাল রবিবার থেকে শুরু হবে এই মর্মে সভায় সিন্ধান্ত গৃহীত হয়। এছাড়া স্কুলের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে অচল অবস্থা নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক পূর্বের ঘোষিত তদন্ত কমিটির সাথে শিক্ষক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয় সিন্ধান্ত বাস্তবায়নের আগ পর্যন্ত স্কুলের সার্বিক পাঠদান অব্যাহত রাখার সিন্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়