Saturday, August 8

কানাইঘাটে ফরিদা হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা


নিজস্ব প্রতিবেদক: গত ২৪ জুলাই কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির নারাইনপুর গ্রামের দরিদ্র রিয়াজ আলীর কিশোরী মেয়ে ফরিদা বেগম (১৭) কে বাড়ী থেকে তুলে নিয়ে গণধর্ষণের পর পৈশাচিক কায়দায় নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত খুনী ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় কানাইঘাট মন্তাজগঞ্জ বাজার সুরমা নদীর খেওয়াঘাট সংলগ্ন হারিছ চৌধুরীর বাড়ীর সিএনজি স্ট্যান্ডে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। সমাজসেবী নাজির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মাওঃ মাহবুবুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানববন্ধন কর্মসূচীর উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী সাজু চৌধুরী। বক্তব্য রাখেন, এলাকার প্রবীণ মুরব্বি মনির আলী, কাহির আলী, ইউপি সদস্য মস্তাক আহমদ, আবুল হোসেন, আকবর আলী, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সচিব নজরুল ইসলাম, সমাজসেবী আব্দুল মতিন প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দরিদ্র ঘরের তরুণী, নিরাপরাধ ফরিদা বেগমকে বসত ঘর থেকে ২৪ জুলাই রাতের বেলা তুলে নিয়ে নির্মম পাশবিক নির্যাতন চালিয়ে খুনী ও ধর্ষণকারী চক্র ২৬ জুলাই তার লাশ ঝুলিয়ে রাখে। এ ধরনের পৈশাচিক হত্যাকান্ড আড়াল করার জন্য প্রথমে সব ধরনের চেষ্টা আইন শৃঙ্খলা বাহীনি থেকে শুরু করে একটি চক্র করেছিল। কিন্তু এলাকার মানুষ ঐক্যবদ্ধ এবং সর্বোপরী গণ মাধ্যম ফরিদা বেগমের হত্যাকান্ডের লোমহর্ষক চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ হওয়ায় কানাইঘাট থানা পুলিশ হত্যাকান্ডের ১০দিন পর ফরিদা বেগমের হত্যা মামলা নিতে বাধ্য হয়। সিলেটের পুলিশ সুপার সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ফরিদা বেগমের হত্যার সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়ায় প্রতিবাদ সভায় প্রশাসনের প্রতি ধন্যবাদ প্রকাশ করে বক্তারা বলেন, মামলার আসামী আজির ও শরিফকে অদ্যবধি পর্যন্ত গ্রেফতার না করার জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ফরিদা বেগমের পরিবার যেন তাদের সন্তান হত্যার সুষ্ঠু বিচার পান এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কাজের মাধ্যমে খুনীদের দ্রুত গ্রেফতার করে প্রমাণ করতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়