Friday, August 7

কানাইঘাটে ফরিদা হত্যাকান্ড:ঘটনাস্থল পরিদর্শনে এএসপি ধীরেন্দ্র চন্দ্র মহাপাত্র


নিজস্ব প্রতিবেদক: গণধর্ষণের পর পৈশাচিক কায়দায় নির্মম হত্যাকান্ডের শিকার কানাইঘাটে তরুণী ফরিদা বেগম (১৭) হত্যাকান্ডের ঘটনাস্থলে পরিদর্শন করেছেন সিলেট উত্তর সার্কেলের এএসপি ধীরেন্দ্র চন্দ্র মহাপাত্র। শুক্রবার নিহত ফরিদা বেগমের গ্রামের বাড়ী উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির নারাইনপুর গ্রামে গিয়ে হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এএসপি ধীরেন্দ্র চন্দ্র মহাপাত্র। এসময় তাঁর সাথে ছিলেন ফরিদা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম। তদন্তকালে ধীরেন্দ্র চন্দ্র মহাপাত্র পৈশাচিক হত্যাকান্ডের স্বীকার দরিদ্র ফরিদা বেগমের বাবা মামলার বাদী রিয়াজ আলী সহ পরিবারের সদস্যদের সাথে একান্তে কথা বলেন এবং উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে পুলিশের এ উর্ধ্বতন কর্মকর্তা আশ্বস্ত করে বলেন, ফরিদা বেগমের ধর্ষণকারী এ হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মামলার আসামী আজির উদ্দিন ও শরিফ উদ্দিনকে যাতে আইনশৃঙ্খলা বাহিনী আটক করতে পারে এ ব্যাপারে স্থানীয় লোকজনকে সহযোগিতা করার জন্য বলেন তিনি। এদিকে ফরিদা বেগম হত্যা মামলার ২নং আসামী শরিফ উদ্দিন কাড়াবাল্লা সীমান্ত দিয়ে গত বৃহস্পতিবার রাতে অবৈধ ভাবে ভারতে পালিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজন সীমান্তবর্তী কুলিপাড়ায় ঘেরাও করলেও তাকে খুঁজে পায় নি। প্রসজ্ঞত যে গত ২৪ জুলাই বসত ঘর থেকে গভীর রাতে তুলে নিয়ে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির নারাইনপুর গ্রামে দরিদ্র রিয়াজ আলীর মেয়ে ১৭ বছরের তরুণী ফরিদা বেগমকে দুই দিন আটকিয়ে রেখে গণধর্ষণের পর পৈশাচিক কায়দায় হত্যা করে ধর্ষণকারী খুনী চক্র। কিন্তু মামলার আসামী আজির উদ্দিন ও শরিফ উদ্দিনকে অদ্যবধি পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়