Sunday, August 2

সাসেক সংযোগ সড়ক উন্নয়নের উদ্যোগ সরকারের


ঢাকা: দুই হাজার ৫০ কোটি টাকা ব্যয়ে সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন’(সাসেক) সংযোগ সড়ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা (ঢাকা-টাঙ্গাইল) অংশের ৭০ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নীত করাসহ ধীরগতি যানবাহনের জন্য পৃথক লেন, ৫টি উড়াল সড়ক, ২৬টি ব্রিজ, ৬০টি কালভার্ট নির্মাণ করা হবে। এজন্য তিনটি লটে বিভক্ত এ কাজটি সম্পন্ন করতে তিনটি ঠিকাদার প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হবে। গত ২৮ জুলাই সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক এ স্বাক্ষরিত একটি সার-সংক্ষেপ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠিয়েছেন। আগামী সপ্তাহে কমিটিতে এটি অনুমোদনের জন্য এটি উপস্থাপন করা হচ্ছে। প্রসঙ্গত, নির্মাণাধীন মহাসড়কটি একটি আন্তর্জাতিক করিডোর। এটি এশিয়ান হাইওয়ে ও সাসেক হাইওয়ের অংশ। এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক জানান, এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), আবুধাবি ফান্ড ফর ডেভেলপমেন্ট, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় এটি বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ সুগম হবে। প্রস্তাবের সার-সংক্ষেপে দেখা যায়, গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে তিনটি প্যাকেজের জন্য দরপত্র আহ্বান করা হয়। মোট ৯টি কোম্পানি বিভিন্ন লটে দরপত্রে অংশগ্রহণ করে। এর মধ্যে ৫টি কোম্পানিকে রেসপনসিভ ঘোষণা করা হয়। এগুলো হচ্ছে, এএমএল-এইচসিএম জেভি, লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোং লিমিটেড, ‘হাল-পিবিএল জয়েন্ট ভেঞ্চার, কেইরং-স্প্রেকটা জয়েন্ট ভেঞ্চা ও স্যামহুয়ান-মীর আকতার জয়েন্ট ভেঞ্চার লিমিটেড। প্রতিটি লটের কাজেই দুটি অংশ রয়েছে। প্রথম লটের প্রথম ভাগে ভোগরা বাজার মোড় থেকে কালিয়াকৈর পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার বাইপাস সংযোগ সড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীত করা হবে। দ্বিতীয় ভাগে উন্নীত চার লেন সড়কের রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। প্রথম লটের পুরো কাজে ব্যয় হবে আয়কর ও ভ্যাটসহ ৭১৫ কোটি ৩৭ লাখ টাকা। কাজটি পাচ্ছে কেইরং-স্প্রেকটা জয়েন ভেঞ্চার। দ্বিতীয় লটের প্রথম ভাগে কালিয়াকৈর বাইপাস থেকে দুলমুরি পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক দুই লেন থেকে চার লেনে উন্নয়ন করা হবে। দ্বিতীয় ভাগে এ সড়কের রক্ষণাবেক্ষণ করা হবে। দ্বিতীয় লটের পুরো কাজে ব্যয় হবে ৬৫৬ কোটি ১৩ লাখ টাকা। এ কাজটি পাচ্ছে ‘এএমএল-এইচসিএমজেভি। তৃতীয় লটের প্রথম ভাগে দুল্লামুরি থেকে টাঙ্গাইল পর্যন্ত ২২ দশমিক ৪ কিলোমিটার সড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীত করা হবে। দ্বিতীয় ভাগে এ সড়ক রক্ষণাবেক্ষণের কাজও করা হবে। দুটি ভাগে মোট ব্যয় হবে ৬৭৮ কোটি ১৫ লাখ টাকা। এ কাজটি পাচ্ছে ‘স্যামহুয়ান-মীর আকতার জয়েন্ট ভেঞ্চার লিমিটেড। প্রসঙ্গত, তিনটি লটেই সর্বনিদরদাতা প্রতিষ্ঠান কেইরং-স্প্রেকটা জয়েন্ট ভেঞ্চার হলেও কারিগরি মূল্যায়নে একই সঙ্গে একের অধিক লটে কাজ করার সামর্থ্য না থাকায় দ্বিতীয় ও তৃতীয় লটে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়