Monday, August 3

কানাইঘাট বড়দেশ বাজারে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট বড়দেশ বাজারে ভারতীয় তীর খেলা, মদ, জোয়া, গাঁজা সহ অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে গত শুক্রবার বিকেল ৫টায় বাজারে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট মুরব্বী হাফিজ বশিরুল ইসলামের সভাপতিত্বে ও ডাক্তার বশির উদ্দিনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাণীগ্রাম ইউপির ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য এবাদুর রহমান, হাজী আব্দুস সালাম, হাজী শফিক আহমদ, বীর মুক্তিযোদ্ধা ফয়জুল হক, মাস্টার জমিল আহমদ, আতাই, মাওঃ আব্দুর রহমান, ব্যবসায়ী আজির উদ্দিন, হাজী আব্দুল মতিন, বশির উদ্দিন, মাওঃ আব্দুল কাদির, ইসলাম উদ্দিন কুনমান হাজী, সুলতান, আব্দুল্লাহ, মাওঃ নুরুল আম্বিয়া, হাঃ জুয়েল, মাওঃ মওদুদ, মাওঃ আব্দুল মালিক কাশেমী প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী বড়দেশ বাজারের পাশে বড়দেশ উচ্চ বিদ্যালয়, বড়দেশ কৌমি মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত। দীর্ঘদিন ধরে বড়দেশ বাজারে এলাকার অসামাজিক কার্যকলাপের হুতা ফয়সল, জফই মাস্টার, রশিদ, মুসলিম, আব্দুল্লাহ, রিয়াজ, আসলাম সহ একদল প্রতারক চক্র ভারতীয় তীর খেলার নামে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী মানুষদের প্রতারণার মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। পাশাপাশি এই চক্র বাজারে মদ, গাঁজার আসর বসিয়ে অসামাজিক কার্যকলাপ করে যাচ্ছে। এলাকাবাসী তাদের এসব কার্যকলাপে প্রতিবাদ করলেও তারা কোন কর্ণপাত করছে না। তীর খেলার ফাঁদে পড়ে এলাকায় অনেকে চুরি সহ নানা ধরনের অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। অবিলম্বে তীর খেলা বন্ধ সহ এসব অসামাজিক কার্যকলাপের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন এলাকাবাসীরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়