ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান তার পরিবারের কাছে বলেছেন, আগামী বাংলাদেশে ইসলামি সমাজ কায়েম হবে এটাই তার শেষ ইচ্ছা।
সোমবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কামারুজ্জামানের সাথে সাক্ষাৎ শেষে তার বড় ছেলে হাসান ইকবাল ওয়ামি সাংবাদিকদের এ কথা বলেন।
তাদের আবারও দেখা করতে দেওয়া হবে জানিয়ে ওয়ামী বলেন, ফাঁসির আদেশে তার বাবা বিচলিত নন।
সোমবার কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দেওয়ার পর সন্ধ্যায় পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে যান। সন্ধ্যা পৌনে সাতটা থেকে রাত পৌনে আটটা পর্যন্ত কারাগারের ভেতরে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন তার পরিবারের নয় সদস্য ও পাঁচ জামায়াত নেতা।
পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন কামারুজ্জামানের স্ত্রী নুরুন্নাহার, দুই ছেলে হাসান ইকবাল ওয়ামি ও হাসান ইমাম ওয়াফি, মেয়ে আতিয়া নূর ও ভাগ্নি রোকসানা জেবিন ও চারটি শিশু।
পরে ইকবাল ওয়ামি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, যে অভিযোগে তার বাবার ফাঁসি হয়েছে তা মিথ্যা। এই রায় ভুল ও ভিত্তিহীন।
এই বিচারের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি এসকে সিনহাসহ সংশ্লিষ্টদের একদিন বিচার হবে- এমন মন্তব্য করে তিনি বলেন, সে বিচারের ভার আল্লাহর কাছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কামারুজ্জামানের মানসিক অবস্থা ভালো আছে। তিনি বিচলিত নন। মনোবল দৃঢ় রয়েছে।
কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আইনজীবীদের সঙ্গে কথা বলে চূড়ান্ত হবে। আইনজীবীরা কামারুজ্জামানের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন বলেও জানান তিনি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়