ঢাকা: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের পরিবারের সদস্যরা কারাগারে তার সঙ্গে দেখা করেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে পৌঁছান তারা। প্রায় এক ঘণ্টা তারা সেখানে অবস্থান করেন।
সোমবার বিকালে একটি মাইক্রোবাসে (নম্বর: ঢাকা মেট্রো-চ-২৫৮৬) করে কারাগারে পৌঁছান পরিবারের সাত সদস্য ও জামায়াতের চার নেতাসহ মোট ১১ জন। এদের মধ্যে দুটি শিশু রয়েছে।
পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন কামারুজ্জামানের স্ত্রী নুরুন্নাহার, দুই ছেলে হাসান ইকবাল ওয়ামি ও হাসান ইমাম ওয়াফি, মেয়ে আতিয়া নূর ও ভাগ্নি রোকসানা জেবিন। এর আগে, কামারুজ্জামানের পরিবারের সদস্যদের কারাগারে তার সঙ্গে দেখা করার জন্য ডাকে ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ।
সোমবার সকালে কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে আপিল বিভাগে ফাঁসির আদেশ বহাল রাখার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানান একজন দায়িত্বশীল কর্মকর্তা। কামারুজ্জামানের পরিবারও জানায় বেলা ৩টার কিছু আগে তাদের কাছে কারা কর্তৃপক্ষের চিঠি পৌঁছায়। চিঠিতে বিকাল ৫টার মধ্যে দেখা করার নির্দেশনা ছিল। একটি মোটরবাইকে চেপে তিনজন কামারুজ্জামানের মিরপুরের বাড়িতে কারা কর্তৃপক্ষের চিঠিটি নিয়ে যায় বলে জানান পরিবারের একজন সদস্য।
কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল বলেন, বিকাল ৫টার মধ্যেই কারাগারে যাবেন তারা। আর সে অনুযায়ী কারাগারে পৌঁছান পরিবারের সদস্যদের একটি দল।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়