ঢাকা: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী বাছাইয়ের পর কাউন্সিলরেও একক প্রার্থী বাছাইয়ের চেষ্টা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এজন্য দলটি গ্রহণ করেছে অভিনব কৌশল। দলের সমর্থনে যারা কাউন্সিলন নির্বাচন করতে চান মনোনয়ন প্রত্যাহারপত্রে তাদের স্বাক্ষর নিয়ে রাখা হয়েছে।দল যাদেরকে মনোনয়ন দেবে তাদের ছাড়া বাকিদের মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে।
আজ সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে দলের নেতারা এ ব্যাপারে বৈঠক করেন।
দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের সমন্বয়ক সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, দলের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসসহ বেশ কয়েকজন নেতা|
বৈঠকে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীরাও উপস্থিত ছিলেন।বৈঠকেই কাউন্সিলর প্রার্থীদের স্বাক্ষর নিয়ে রাখা হয়।
সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে আজকের বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের হয়ে যারা কাউন্সিলন নির্বাচন করতে চান তাদের ব্যাপারে আলোচনা হয় এবং স্বাক্ষর সংগ্রহ করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বসে কেন্দ্রীয় নেতারা কাকে মনোনয়ন দেয়া যায় তা চূড়ান্ত করবেন। পরে আওয়ামী লীগ নেতারা নিজেরাই নির্ধারিত তারিখে এক ওয়ার্ডে একজন রেখে বাকি কাউন্সিলর প্রার্থীদের প্রত্যাহারপত্র জামা দেবেন।
এর আগে সোমবার বিকালে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়। এছাড়াও দল যাকে সমর্থন দেবে তার পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দক্ষিণের সমন্বয়ক ড. আবদুর রাজ্জাক নির্দেশ দিয়েছেন দল যাকে সমর্থন করবে তার পক্ষে কাজ করতে হবে। তিনি প্রার্থীদের খাম ধরিয়ে দেন। বলেন, নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এই ফর্ম পূরণ করে জমা দেবেন। দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। ’
নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বপ্রাপ্ত এক নেতা বলেন, কাউন্সিলর পদে একক প্রার্থী চুড়ান্ত করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠক শেষে একাধিক কাউন্সিল প্রার্থী ঢাকাটাইমসকে বলেন, দল সমর্থিত প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দল যাকে সমর্থন করবে তার পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন নেতারা। মনোনয়ন প্রত্যাহারপত্র দেওয়া হয়েছে।
দলীয় সুত্রমতে, ঢাকার দুই সিটি করপোরেশনের ৯৩টি ওয়ার্ডে একক কাউন্সিলর নিশ্চিত ও প্রচার-প্রচারণার সমন্বয়ে গঠিত ১৫টি কমিটির মধ্যে কয়েকটি কমিটি ইতোমধ্যেই তালিকা করে প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রবিবারের বৈঠকে উপস্থিত থাকা নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ ঢাকাটাইমসকে বলেন, কাউন্সিলর পদে একক পার্থী নির্ধারণে আমরা চেষ্টা করছি। এ কারণেই আমরা আজ তাদের সঙ্গে বৈঠক করেছি। প্রার্থীদের বলছি তোমরা নিজেরাই প্রত্যেক ওয়ার্ডে একক প্রার্থী নির্ধারণে কাজ করবে।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়