Friday, March 27

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান এমপি পিনুর


ঢাকা: মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনু খান এমপি বলেছেন, মিডিয়ার ভাই-বোনেরা আপনারা সঠিক তথ্য তুলে ধরুন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করুন। আজ শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে নতুন সময় ডট টিভির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। পিনু খান বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর আমলেই দেশের মিডিয়া কর্মীরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। কিন্তু তখন আমাদের দুঃখ পেতে হয়, যখন আপনারা সরকারের উন্নয়নমূলক কাজকে প্রচার না করে আমাদের উন্নয়নকে বিকৃত করে দেখান। জাতির পিতার বক্তব্যকে উল্টাভাবে প্রচার করা হয়। বর্তমান সরকারের সময়েই তথ্য-প্রযুক্তি সেবা সবার দ্বারে দ্বারে পৌঁছে গেছে। সরকারের উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের সরকারের মেয়াদেই সব থেকে বেশি টিভি চ্যানেল লাইসেন্স পেয়েছে। বর্তমান সরকার দেশে বিধবা ভাতা, ছেলে-মেয়েদের স্কুল-কলেজে বৃত্তির ব্যবস্থা করেছে। সরকারের গৃহীত একটি খামার একটি বাড়ির মাধ্যমে দেশের হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যখন সরকার গঠন করেন তখন সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছিল। তিনি তাঁর নিজ মেধা দ্বারা ধীরে ধীরে এটি কাটিয়ে উঠতে সক্ষম হন। দেশে এখনও উন্নয়নের ধারা অব্যাহত আছে। স্বাধীন বাংলা মিডিয়ার চেয়ারম্যান, মো. ইকরাম ভূইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন শওগাত হোসেন বাবুল, স্বাধীন বাংলা মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক অনুপম শাহাজান জয় এমপি এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তফা জাব্বার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়