Friday, March 27

ঢাকায় মেয়র পদে আরও ৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ


ঢাকা: আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার জন্য শুক্রবার ছয়জন মনোয়নয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এ নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে মোট ৫৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইসি জানিয়েছে, শুক্রবার ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রার্থিতার জন্য তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছেন হেভিওয়েট প্রার্থী এবং ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। এছাড়াও আছেন দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন ও স্বতন্ত্র ইমতিয়াজ আলম। এ নিয়ে ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রার্থিতার জন্য মোট ৩০ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। তবে মাত্র দুই দিন বাকি থাকলেও মেয়র প্রার্থীদের কেউ এইদিন মনোনয়ন জমা দেননি। সব মিলিয়ে ঢাকা দক্ষিণে মনোনয়ন জমা পড়েছে মাত্র একটি। এছাড়া একই সিটিতে শুক্রবার কাউন্সিলর পদে ১১৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে ঢাকা দক্ষিণে এ নিয়ে সাধারণ কাউন্সিলর পদে মোট ১০৪১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে, ঢাকা উত্তরে মেয়র পদে প্রার্থিতার জন্য শুক্রবার তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংস্কৃতিক সম্পাদক ও জনপ্রিয় অভিনেতা নাদের চৌধুরী। এই দিন মেয়র পদে মনোনয়ন সংগ্রহকারী অন্যরা হলেন শেখ মুহাম্মদ ফজলে বারী মাসুদ ও মাহবুবুর রহমান। সব মিলিয়ে ঢাকা উত্তরে মেয়র পদে প্রার্থিতার জন্য মোট ২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে শুক্রবার জমা দিয়েছেন একজন। সব মিলিয়ে ঢাকা উত্তরে এ পর্যন্ত দুইজন মেয়র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এই সিটিতে শুক্রবার সাধারণ কাউন্সিলর পদে ৯৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। সব মিলিয়ে ঢাকা উত্তরে সাধারণ কাউন্সিলর পদে ৭৫০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫১ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। আচরণবিধি লঙ্ঘনের দায়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ঢাকা দক্ষিণের পাঁচ কাউন্সিলর প্রার্থীকে শোকজ করা হয়েছে। তারা হলেন ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হাসিনা আলম, ৫৩ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী সাইদুল কবীর ও সোহরাব হোসেন, ৫২ নং ওয়ার্ডের মনোয়ার হোসেন এবং ১৫ নং ওয়ার্ডের এনামুল হক আবুল। তবে আজ ঢাকা উত্তরে কাউকে শোকজ করা হয়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়