Friday, March 27

কানাইঘাটে সাংবাদিক নুরকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান


নিজস্ব প্রতিবেদক: ভয় ভীতির ঊর্ধ্বে উঠে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য মহান স্বাধীনতা দিবসে কানাইঘাট পৌরসভার উদ্যোগে দৈনিক সিলেট বাণী পত্রিকার কানাইঘাট প্রতিনিধি ও কানাইঘাট ডিগ্রি কলেজের গভর্ণিং বডির সদস্য আব্দুন নুরকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ হান্নান, ওসি (তদন্ত) শফিকুল ইসলাম ও পৌর কাউন্সিলারবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্মানে ভূষিত সাংবাদিক আব্দুন নুর এক প্রতিক্রিয়ায় বলেন, অপরাধ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত লেখনির মাধ্যমে লড়াই চলবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়