Friday, November 7

২০ লাখ ইঁদুরের বাস নিউইয়র্কে!


আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের প্রতি ৮০ লাখ ঘরে একটি করে ইঁদুর রয়েছে বলে সম্প্রতি কলম্বিয়া ইউনিভার্সিটির এক পরিসংখ্যানে জানানো হয়। দেশটির এক সাময়িকীতে কলম্বিয়া ইউনির্ভাসিটির শিক্ষার্থী জনাথন অ্যারুবেক বলেন, এটি সত্যি যে এই শহরে কমপক্ষে ২০ লাখ ইঁদুর রয়েছে। কিন্তু এ শহরে ইঁদুরের প্রকৃত পরিসংখ্যান জানা নেই বলে দাবি করেন অ্যারুবেক। তার মতে, পথ চলতে বা সড়ক পারাপারের সময় হঠাৎ করেই চোখে পড়ে এসব ইঁদুর। লন্ডনের রয়েল পরিসংখ্যান সোসাইটির আয়োজনে ‘প্রাণীর ভয়াবহতা’ শীর্ষক অ্যারুবেকের এই প্রতিবেদনটি প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে। অ্যারুবেক আরও বলেন, এসব কীটনাশকের কিছু উপকারি দিকও রয়েছে। এরা বাসা-বাড়ি এবং সড়কে পড়ে থাকা উচ্ছিষ্ট অংশ খায়। তবে এরা আবার বিদ্যুতের কেবল খেয়ে অগ্নিকা-ের মতো ভয়াবহ বিপর্যয়ও সৃষ্টি করতে পারে। মাঝে মাঝে মানুষকে কামড় দিয়েও আহত করে এরা। অ্যারুবেকের পরিসংখ্যান থেকে জানা যায়, শহরে সংঘঠিত বিপর্যয়ের জন্যেও কম যায় না এই ইঁদুর বাহিনী। হিসাব অনুযায়ী, সাড়ে ৪০ হাজার ক্ষতির জন্যে দায়ি এই ছোট প্রাণীটি। যা মোট ক্ষতির শতকরা ৫ ভাগ। একটি নির্দিষ্ট কলোনিকে আদর্শ ধরে সেখানে ৫০টি ইঁদুরের উপস্থিতির হিসাবে শহরে ২০ লাখ ইঁদুরের বাস বলে দাবি অ্যারুবেকের।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়