Friday, November 7

পিটিয়ে হত্যার পর লাশ ফেরত বিএসএফের


কুমিল্লা: বাংলাদেশিকে পিটিয়ে হত্যার পর আজ রাত আটটার দিকে লাশ ফেরত দিয়েছে বিএসএফ। কুমিল্লা জেলার মথুরাপুর সীমান্তে শুক্রবার সকালে ভারতীয়দের গণপিটুনিতে এরশাদ মিয়া নামে এক বাংলাদেশিকে হত্যা করা হয়। নিহত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন জানান, এরশাদ মিয়া আনন্দপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে টায়ার আনতে যান। এসময় ভারতের লোকজন তাকে সীমান্তের ওপারে বেধড়ক পিটিয়ে হত্যা করে। তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি আরো জানান, এ নিয়ে বিকালে বিজিবির বিবিরবাজার ক্যাম্পের সামনে দু’দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে নিহত এরশাদ মিয়ার মরদেহ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। রাত ৯টার দিকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) মরদেহ হস্তান্তর করার কথা থাকলেও এক ঘণ্টা আগেই লাশ হস্তান্তর করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়