Wednesday, November 19

অবশেষে ফাঁসলেন ম্যারেজ মিডিয়ার ৮ প্রতারক


ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের একটি দল অভিযান চালিয়ে ম্যারেজ মিডিয়া নামের একটি চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- প্রতারক চক্রের মূলহোতা মো. কাওছার আহমেদ ওরফে মিঠু, মো. কামাল হোসেন, মো. ছাইফুল ইসলাম ওরফে রিপন, মো. নুর আলম, মো. ওলিয়ার রহমান, মো. শাহিন আলম, মো. জাকির হোসেন ও মোছা. পারুল আক্তার। গত মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করার পর বুধবার সন্ধ্যায় ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে। ডিএমপি সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানার আলম রোডের ১৯/১২ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘ দিন যাবত ঢাকার বিভিন্ন স্থানে বাড়ি ভাড়া নিয়ে ম্যারেজ মিডিয়ার অফিস সাজিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড ও আমেরিকার ‘ভুয়া প্রবাসী’ সুন্দরী মহিলাদের পাত্রী সাজিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছেন। গ্রেপ্তারকৃত প্রতারক চক্রের মুল হোতা মো. কাওছার আহমেদ ওরফে মিঠু জিজ্ঞাসাবাদে জানান, ৫/৬ বছর ধরে সুন্দরী মহিলাদের অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড ও আমেরিকার নাগরিক বলে মিথ্যা পরিচয় দিয়ে তারা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ‘পাত্র চাই’ মর্মে চটকদার বিজ্ঞাপন দেন। ওই বিজ্ঞাপন দেখে আগ্রহী প্রার্থীরা তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তারা তাদের চক্রের সুন্দরী মহিলাদের ছবি, জাল পাসপোর্ট ও ভিসার ফটোকপি দেখিয়ে রেজিস্ট্রেশনের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। কোনো রেস্টুরেন্টে আগ্রহী প্রার্থীদের ওই মহিলাদের সাথে দেখা করানোর মাধ্যমে বিশ্বাস স্থাপন করা হয়। ভুয়া নিকাহ নামার মাধ্যমে বিয়ে করিয়ে টাকা ও সোনার অলঙ্কার নিয়ে আত্মগোপন করে পরে অন্যত্র অফিস নিয়ে পুনরায় পূর্বের ব্যবসা শুরু করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক ব্যক্তির সাথে প্রতারণা করার তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং তাদের অফিস থেকে ইতোমধ্যে প্রতারিতদের নাম-ঠিকানা সম্বলিত নথি জব্দ করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের উপ-কমিশনার ডিসি শেখ নাজমুল আলমের নির্দেশনায়, অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মাহমুদ নাসের জনির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়