Tuesday, November 18

মার্চের পর সরকার টিকবে না


ঢাকা: ‘মার্চের ভেতরেই সরকারের পতন হবে- এ ধরনের কিছু কথা জনগণের মাঝে শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে’ শীর্ষক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সবার ভেতরেই একই সুর, একই কথা, মানুষের মাঝে নানান জল্পনা-কল্পনা। জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ তারপর সরকার টিকবে না। তিনি বলেন, সরকারকে দেশ থেকে তারানোর দরকার হবে না। তার আগেই ক্ষমতাসীনদের বিদায় হবে। যে টাকা তারা বিদেশে পাচার করেছে তা ভোগ করার ব্যাপার আছে। সরকারের মন্ত্রী-এমপিদের উদ্দেশ্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আপনাদের অতিকথাতেই প্রমাণ হয় আপনারা আতঙ্কে, আশঙ্কায় আছে। যেকোন সময় আপনাদের কাঁচের ঘর ভেঙ্গে যেতে পারে। গয়েশ্বর বলেন, আমরা আশাবাদী তবে হতাশ নই। কারণ আমাদের পরাজিত হওয়ার কোন ভয় নেই। তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানের সাংগঠনিক ‘ক্যাপাসিটি’ মারাত্মক। অতীতে গণমাধ্যম তারেক রহমানের বিরুদ্ধে যে অপপ্রচার করেছিল আজ ঠিক সেইভাবে গণমাধ্যম বর্তমান সরকারের দুর্নীতিগুলো প্রচার করছে না। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নাল আবদিন ফারুক প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়